সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর গোপন প্রেমের কথা। যোগিতা বালির সঙ্গে বিয়ে হওয়ার পরেও শ্রীদেবীর প্রেমে পড়েন মিঠুন। তাঁদের প্রেম সেই সময় বলিউডের হট টপিট ছিল। এমনকী, দু'জনের সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়িয়েছিল বলে শোনা যায়।
আজও শ্রীদেবী-মিঠুনের প্রেম চর্চা চলে বিনোদন জগতে। এত বছর পর তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা। শ্রীদেবীর সহ-অভিনেত্রী জানালেন মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী।
তাঁর কথায়, "ও ওই সময় মানসিকভাবে খুব অস্থির ছিল। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিল। বিচ্ছেদের পরেও কাজে কোনও ক্ষতি আসতে দেননি। শুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন শ্রীদেবী। এটা বলতে পারি ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয় ওরা একে অন্যকে পাগলের মতো ভালবাসত। অনেকেই বলেন ওরা নাকি গোপনে বিয়েও করেছিল।"
প্রসঙ্গত, শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক পূর্ণতা পায়নি মিঠুনের। ঘনিষ্ঠ সূত্রের খবর, মিঠুনের স্ত্রী যোগিতা বালি স্বামীর গোপন বিয়ের কথা জেনে যান। মিঠুন-শ্রীদেবীর অবৈধ সম্পর্ক একেবারেই মেনে নেননি যোগিতা। কষ্ট ও অভিমানে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন। অশান্তি পৌঁছয় চরমে। এরপরই শ্রীদেবীর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেন মিঠুন। এরপর মন দেন সংসারে।
