নিজস্ব সংবাদদাতা: ফের একবার হাস্যরস মাখানো ছবির পরিচালনায় শুভঙ্কর চট্টোপাধ্যায়। 'পাটালীগঞ্জের পুতুলখেলা'র প্রথম পোস্টারে দেখা গিয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় দিতিপ্রিয়া রায় ও সোহম মজুমদারকে।

 

সোহমের হাতে দেখা গিয়েছিল দুটি পুতুল আর ছবির পোস্টারে দিতিপ্রিয়া দিয়েছিল উঁকি। আর তাঁদের সবার উপরে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় দু’হাতে পুতুল নাচের দড়ি, তাতে ঝোলানো ছবির নাম। এমন পোস্টার দেখে সহজেই অনুমান করা যায়, এ ছবিতে থাকবে ভরপুর কমেডি। পরাণ, দিতিপ্রিয়া কিংবা সোহম ছাড়াও ছবিতে রয়েছে দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুব্রত গুহ রায়, প্রদীপ ধর, দেবপ্রতীম দাশগুপ্ত, সুমিত সমাদ্দার ও মীর।

সম্প্রতি ছবির গান মুক্তির অনুষ্ঠান। সেখানেই দেখা গেল ছবির কলাকুশলীদের। নাচ-গানে ভরপুর সন্ধেতে ছবির গান 'এই যে দুনিয়া' মুক্তি পেল। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। পাটালীগঞ্জের মজার দুনিয়ার, মজার গান 'এই যে দুনিয়া'৷ গানে রয়েছে ফোক এবং ফিউশনের ছোঁয়া। মুক্তি পেয়েছে আরও একটি গান। এই প্রথম একসঙ্গে গাইতে চলেছেন অনুপম রায় ও স্ত্রী প্রশমিতা পাল। 'বাইয়া যাও মাঝি' গানে অনুপম-প্রশ্মিতার কণ্ঠে ফুটে উঠেছে গ্রামবাংলার সহজ সরল জীবনের ছবি। দুটি গানের সুরের দায়িত্বে রয়েছেন শুভদীপ গুহ।

 

যদিও এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার। তবে গানে গানেই ইতিমধ্যেই দর্শকমনে উত্তেজনা বাড়িয়েছে এই ছবি। ২০২৫-এর ১০ জানুয়ারি মুক্তি পাবে 'জালান প্রোডাকশন' প্রযোজিত ছবি 'পাটালীগঞ্জের পুতুলখেলা'।