গত বছর আমেঠী কেন্দ্রে হেরে যান বিজেপি নেত্রী। তার পর থেকেই রাজনীতির জগতে গরহাজির তিনি। অভিনয়ে ফেরার পর থেকে ফের চর্চার কেন্দ্রে স্মৃতি। এবার স্মৃতি ইরানি জানালেন এক পুরনো গল্প—যা সরাসরি জুড়ে আছে বলিউডের দুই তারকার সঙ্গে। এই মজার স্মৃতিচারণায় স্মৃতি জানিয়েছেন, তাঁর স্বামী জুবিন ইরানিই প্রথম তাঁকে পরিচয় করিয়ে দেন সলমন খান ও শাহরুখ খানের সঙ্গে। আর সলমনকে প্রথমবার দেখার স্মৃতিটা বেশ ফিল্মি ছিল তাঁর!
স্মৃতির কথায়, “সেন্ট জেভিয়ার্স কলেজে সলমন আর জুবিন সহপাঠী ছিল। একদিন জুবিন আমাকে নিয়ে সলমনের বাড়িতে গেল, পরিচয় করিয়ে দেবে বলে। তখন সলমনের বাবা সেলিম খান ঘরে ছিলেন। তিনি আমাকে বললেন—‘তোমার স্বামী আর আমার ছেলে- এই দু'জনে কী করত জানো? দু’জনে মিলে আমার গাড়ি চুরি করে নিয়ে বেরিয়ে যেত! তারপর একেবারে নিখোঁজ দু’জনেই! মানে দু'জনেই একেবারে অপদার্থ!’ আমি তো তখন দাঁড়িয়ে আছি চুপ করে, আর সলমন আর জুবিনও ওদিকে মাথা নীচু করে আছে।”

শুধু সলমন নয়, শাহরুখ খানের সঙ্গেও প্রথম দেখা হয়েছিল তাঁর স্বামীর সুবাদেই। স্মৃতি হেসে বলেন, “জুবিন শাহরুখকে চিনত, তাই আমি ওকে বলতাম, প্লিজ শাহরুখকে বলো আমাকে একটা সাক্ষাৎকার দিক। একদিন শাহরুখ মজা করে বলেছিল, ‘বিয়ে করো না, আমি বলে দিচ্ছি।’ আমি বলেছিলাম—‘ভাই, বলতে যে একটু দেরি করে ফেললে!’”
দিল্লির এক মারাঠি–পাঞ্জাবি–বাংলা পরিবারে জন্ম স্মৃতির। ১৯৯৪ সালে মডেল ও অভিনেত্রী হিসেবে পা রাখেন বিনোদন জগতে। অভিনেত্রী হওয়ার আগে এক বহুজাতিক বেকারি সংস্থার বিপণন কর্মী হিসাবে কাজ করতেন। দোকান ধোয়ামোছার কাজ ছাড়া অন্য কাজ ওখানে ছিল না তখন। জীবিকার প্রয়োজনে সে কাজই করতে হত তাঁকে। প্রতি মাসে বেতন পেতেন ১৫০০ টাকা। সেই টাকা সঞ্চয় করে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন স্মৃতি। সেই শুরু। তারপর পিছনে ফিরে তাঁকাতে হয়নি।কিউঁকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকে তুলসী বিরানি চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। সম্প্রতি, স্মৃতি আবারও তুলসী হয়ে ফিরেছেন ছোট পর্দায়, কিউঁকি সাস ভি কভি বহু থি-র রিবুট সংস্করণে। মিহির চরিত্রে ফের দেখা যাচ্ছে অমর উপাধ্যায়কেও। সিরিয়ালটি সম্প্রচারিত হচ্ছে স্টার প্লাসে, দেখা যাচ্ছে জিওহটস্টারেও।
