নিজস্ব সংবাদদাতা, মুম্বই: কখনও শাহরুখকে অকৃতজ্ঞ, আবার কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক। বিগত দিনে এমনই চাঁচাছোলা মন্তব্যে বলিউডের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিজিৎ ভট্টাচার্য। এবার তাঁর নিশানায় রণবীর কাপুর। নাম না নিয়ে ‘অ্যানিম্যাল’ অভিনেতার বিরুদ্ধে কটাক্ষ করেছেন বাঙালি গায়ক।
গত বছর জানুয়ারি মাসে মহা সমারোহে রাম মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের মতো আরও অনেক তাবড় তারকা। স্ত্রী আলিয়াকে নিয়ে হাজির ছিলেন রণবীর কাপুরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিজিতের মন্তব্যে উঠে আসে সেই রামমন্দিরের উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের প্রসঙ্গ। যেখানে পরোক্ষভাবে রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগের তির ছোঁড়েন গায়ক। কটাক্ষের সুরে তিনি বললেন, ”রামমন্দির উদ্বোধনে এমন এক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে যিনি নিজে গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়!”
২০১১ সালে এক সাক্ষাৎকারে গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছিলেন রণবীর। সেই নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল। যদিও সময় বদলেছে। রণবীর আমিষাশী থেকে নিরামিষাশী হয়েছেন। দূরে থাকতে শুরু করেছেন মদ্যপান-সহ সমস্ত নেশা থেকে। আগামী দিনে বড় পর্দায় তাঁকে রামচন্দ্রের চরিত্রেও দেখা যাবে। তবে পুরনো কাসুন্দি ঘেঁটে অভিজিৎ পর্দার ‘সঞ্জু’কে নিশানায় করেছেন বলে মত নিন্দুকদের।
উল্লেখ্য, বলিউড থেকে টলিউড, একসময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিজিৎ। এখনও টুকটাক প্লে ব্যাকে সঙ্গীতে তাঁর কন্ঠ শোনা যায়। তবে গানের চেয়েও সাম্প্রতিককালে বিতর্কিত মন্তব্যের জেরেই বেশি শিরোনামে উঠে আসেন গায়ক। তাঁর তুলোধনা থেকে বাদ যাননি শাহরুখ, সলমন এমনকী অস্কারজয়ী এ আর রহমানও।
