সংবাদসংস্থা মুম্বই: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। আপাতত যেমন আলোচনায় রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। একসময় শুভমন গিল আর সারার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন বলিপাড়ার অন্দরের খবর, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে নাকি মন দিয়েছেন সারা।

 

 

 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে সারা তেন্ডুলকর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। এরপর থেকেই দু'জনের প্রেমের গুঞ্জন রটে যায়। সূত্রের খবর, সিদ্ধান্ত ও সারার সম্পর্ক একেবারে প্রাথমিক স্তরে থাকলেও, দু'জনের মধ্যে বেশ ভাল রসায়ন রয়েছে। 

 

 

 

তবে সিদ্ধান্তকে নিয়েও প্রেমচর্চা কিছু কম হয় না! যেমন এর আগে শোনা গিয়েছিল, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে প্রেম করছেন। যদিও নভ্যা বা সিদ্ধান্ত কখনও এই নিয়ে খোলেননি মুখ। অন্যদিকে, বিগত কয়েক বছরে সারার সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। এমনকী, বেশ কিছু ম্যাচে খেলা দেখতে মাঠেও উপস্থিত ছিলেন সারা। সম্প্রতি এক পডকাস্টে ভারতীয় ক্রিকেট তারকা এসে দাবি করে বসে, তিনি বেশকিছু বছর ধরেই নাকি সিঙ্গল। এরপর থেকেই জলঘোলা শুরু হয়। এদিকে, বলি অভিনেতার সঙ্গে সারার সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।