নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে শ্রেয়া ঘোষালের গাওয়া উজান গানটি ইতিমধ্যেই ছুঁয়ে গিয়েছে শ্রোতার হৃদয়। গানের সুর দিয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সেলিম-সুলেমান। ‘উজান’-এর গীতিকারের দায়িত্ব সামলেছেন শ্রীজাত। মিউজিক ভিডিওটির সৃজনশীল পরিচালকের আসনে বসেছেন সত্রাজিৎ সেন। এই গান শ্রেয়ার বার্ষিক প্যান-ইন্ডিয়া সঙ্গীত প্রকল্পে 'ভূমি'র পঞ্চমবার্ষিকীর অন্যতম অংশ। ভারতের বিভিন্ন প্রাদেশিক, আঞ্চলিক ভাষার গান-সুর নিয়েই চর্চা করে ভূমি। পাশাপাশি রবি ঠাকুরের ‘মনে কী দ্বিধা রেখে’ গানটির আবৃত্তিও শোনা গেল বাঙালি-গায়িকার কণ্ঠে।
এইমুহূর্তে মুম্বইয়ে রয়েছেন শ্রীজাত। সেখান থেকে আজকাল ডট ইন-কে তিনি বলেন, “গানটা আমাকে শ্রেয়া-ই লিখতে বলেছিল। সেখান থেকেই উজান। এরপর সেলিম আমাকে অনুরোধ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান বেছে দিতে যার ভাবের সঙ্গে আমার লেখা গানের ভাব মানানসই হবে। সেটাই শ্রেয়া আবৃত্তি করবে। এরপর কবিগুরুর ‘মনে কী দ্বিধা রেখে গেলে’ বেছে দিয়েছিলাম ওঁদের। সেটাই শ্রেয়া আবৃত্তি করে।” অন্যদিকে, সত্রাজিৎ জানিয়েছেন, গানটির কথাগুলো রবীন্দ্রনাথের কবিতার সারমর্মকে ধারণ করে এবং প্রকৃতির জাদু ও সৌন্দর্য্যের উপর আলোকপাত করে। উজান এমন একটি গান হিসেবে আলাদা যা আত্মার সাথে কথা বলে, সুর- একটি হালকা কিন্তু শক্তিশালী - এমন আবেগ জাগিয়ে তোলে যা শ্রোতাদের মনে গভীরভাবে অনুরণিত হয়।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪-ও সেলিম-সুলেমানের সুরে ‘ছ্যায়লা’ গানে সুনিধি চৌহ্বানের সঙ্গে যুগলবন্দি গেয়েছিলেন শ্রেয়া। চার মিনিটের এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সেলিম সুলেমান। তাঁদের কম্পোজ করা এই গানের গীতিকার ছিলেন শ্রদ্ধা পন্ডিত। মিউজিক ভিডিওতে দুই গায়িকা সহ, দুই সঙ্গীত পরিচালককেও দেখা গিয়েছে।
