সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
ঐশ্বর্যকে নকল করতেন শর্বরী?
বলি অভিনেত্রী শর্বরী ওয়াঘ বেশ অল্পদিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। আগামীতে তাঁকে দেখা যেতে চলেছে 'যশ রাজ ফিল্মস'-এর 'স্পাই ইউনিভার্স'-এর নতুন সংযোজন 'আলফা'য়। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছোটবেলায় তিনি ঐশ্বর্য রাই বচ্চনকে নকল করতেন। তাঁর কথায়, "ছোটবেলায় সবাই আমায় বলত, আমি নাকি ঐশ্বর্য রাই বচ্চনের মতো দেখতে। তাই ওঁর সবকটি ছবি হলে গিয়ে দেখে এসে বাড়িতেই ওঁর মতো করে সাজতাম। বরাবরই আমার পছন্দের নায়িকা। আজও টেলিভিশনে ওঁর অভিনীত কোনও ছবি এলে দেখতে বসে যাই।"
দুর্ঘটনার কবলে রশ্মিকা!
রশ্মিকা মন্দানাকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতেই দেখেন দর্শক। কিন্তু কিছুদিন আগে থেকেই একপ্রকার বেপাত্তা অভিনেত্রী। এবার নিজেই এর কারণ নিয়ে মুখ খুললেন রশ্মিকা। সোমবার নিজের একটি ছবি ভাগ করে তিনি জানান, একটি ছোট দুর্ঘটনা ঘটে তাঁর সঙ্গে। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুদিন বিশ্রামে ছিলেন। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা হয়নি। কিন্তু ঠিক কী হয়েছিল তাঁর তা জানাননি। যদিও এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রশ্মিকা।
সলমন-রশ্মিকাকে টেক্কা দেবেন কাজল?
সলমন খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন রশ্মিকা মন্দানা। পরিচালক এ আর মুরগাদোসের হাত ধরে আসছে 'সিকান্দর'। ভরপুর অ্যাকশনে ঘেরা এই ছবিতে সলমন-রশ্মিকা ছাড়াও বড় চমক হয়ে আসছেন কাজল আগরওয়াল। যদিও এই ছবিতে তাঁর চরিত্রের বিষয়ে বিশদে জানা যায়নি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি নায়িকার সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে নির্মাতাদের।
মদ্যপানের পর কী করেন অলোক নাথ!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী হিমানি শিবপুরি, অভিনেতা অলোক নাথের দ্বৈত চরিত্র নিয়ে কথা বলেছেন। তাঁর কথায়, "সেটে অলোক নাথ খুব সংস্কারী। কিন্তু রাত ৮টা বাজা মানেই তাঁর মদ্যপানের সময় শুরু। আর তারপর তিনি অন্য মানুষ হয়ে ওঠেন।" প্রসঙ্গত, ২০১৮ সালে 'মি টু' আন্দোলন দিয়ে পর্দার বাইরে অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন একাধিক অভিনেত্রী।
