নিজস্ব সংবাদদাতা: পর্দা এবং ব্যক্তিজীবন দুই নিয়েই সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মেগাস্টার শাকিব খান। ওপার বাংলার অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ও পার বাংলার অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন অভিনেতা। সেই সম্পর্কও টেকেনি।
কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কে ইতি টানেন শাকিব। তারপর থেকে নানা বিতর্ক লেগেই আছে। এরই মাঝে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, অপু, বুবলীকে ভুলে অভিনেতার মন মজেছে মিষ্টি জান্নাতে। সম্প্রতি বিমানে বসে একটি নিজস্বী তুলেছিলেন অভিনেত্রী। শাকিবের সঙ্গে নায়িকার সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু যত জল্পনা। তা হলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতা?
এর আগে অপু-বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল শাকিবের জন্য পাওয়া গেছে একজন ডাক্তার পাত্রী। আর শাকিবের সেই ডাক্তার পাত্রীই নাকি দাঁতের ডাক্তার মিষ্টি জান্নাত। জানা গিয়েছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ ছবির ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও। সুপারস্টারের সঙ্গে নিজস্বী তুলে জান্নাত সমাজমাধ্যমে ভাগ করে লেখেন, 'লাভ লাভ'। এর থেকেই জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে।
জল্পনা আরও উসকে এই প্রসঙ্গে, ওপার বাংলার এক সংবাদমাধ্যমকে মিষ্টি জান্নাত বলেন, "কিছু তো একটা ঘটেছেই। নয়তো আমি কলকাতায় কেন আসব? এখনই কিছু বলতে চাই না। সময় এলে সবাই জানতে পারবে।"
