সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বলিউড ছাড়তে চেয়েছিলেন শাহরুখ?


সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ খান উল্লেখ করেছেন যে তিনি নাকি এক সময় বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন। যার নেপথ্যে ছিল করণ জোহরের হাত। শাহরুখ জানান, একবার করণ তাঁর কাছে আসেন একটি ছবির চিত্রনাট্য নিয়ে।‌ যেখানে নায়ককে গোটা ছবি জুড়ে স্কার্ট পরতে হতো। কারণ, চিত্রনাট্য অনুযায়ী এটাই ওই চরিত্রের বিশেষত্ব ছিল। এই প্রস্তাব সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন শাহরুখ। এবং ভাবেন, এর জন্য তাঁকে বলিউড ছাড়তে হলেও তিনি প্রস্তুত। কিন্তু স্কার্ট পরে কিছুতেই অভিনয় করবেন না।


প্রথমদিনেই রমরমা অজয়ের


মুক্তি পেল অজয় দেবগন অভিনীত ছবি রেইড ২। বেশ দাপটের সঙ্গেই বক্স অফিস যাত্রা শুরু হল এই ছবির। ছবিটি মুক্তির দিন ১৮ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। সপ্তাহের মাঝে মুক্তি পেলেও মোটেই মন্দ শুরু হল না অজয় দেবগণ অভিনীত এই ছবির। 'কেশরী ২'-কেও ছাপিয়ে এগিয়ে যেতে পারে এই ছবিটি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

মালাইকার প্রেমপর্ব 


সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছিলেন মালাইকা অরোরা। সেখানেই তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান চলতি বছরে তাঁর প্রেমজীবন কেমন যাবে? বিশেষজ্ঞ তাঁকে বলেন, “২০২৫ সাল প্রেমের ক্ষেত্রে ১০-এ ১০।” ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মালাইকা। প্রেম প্রসঙ্গের আগে বিশেষজ্ঞ তাঁকে কিছু পরামর্শও দেন। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শীঘ্র সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। একই সঙ্গে নামের বানানেও কিছু পরিবর্তন আনা দরকার।