দিদি নিশার বিয়ের আয়োজন করেছে বোন উজি। বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে দিদির বিয়ে দিচ্ছে বোন। বিয়েবাড়ি একেবারে জমজমাট। চলছে গায়ে হলুদ পর্ব, রাত গড়ালেই বিয়ের আয়োজন শুরু। কেমন সেজেছে নিশার বিয়ের বাসর? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল নয় নম্বর স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'র শুটিং ফ্লোরে। 


বিয়েবাড়ি জমজমাট 


স্টুডিওতে ঢুকতেই মনে হচ্ছে যেন বিয়েবাড়িতে ঢুকছি। এক পাশে ছাদনাতলা, একপাশে তখন নিশার গায়ে হলুদ চলছে। বেলা গড়িয়েছে অনেকক্ষণ আগেই। এর মধ্যেই প্রায় পাঁচ থেকে সাত বার গায়ে হলুদের শুটে স্নান করতে হয়েছে পর্দার নিশা ওরফে অভিনেত্রী শ্রুতি দাসকে। হলুদ শাড়িতে পাশে দাঁড়িয়ে বোন উজি। দিদির স্বপ্নপূরণ দু'চোখ ভরে দেখছে সে। শুটিংয়ের ফাঁকেই খুনসুটি চলছে উজি ওরফে আরাত্রিকা মাইতি ও শ্রুতির। এতবার গায়ে হলুদ রি-টেক হচ্ছে কেমন লাগছে? শ্রুতির কথায়, "এই এটা কিন্তু বেশ ভালই লাগছে। আসল বিয়েটা তো এখনও এভাবে হয়নি, তাই বেশ মজা লাগছে।" শ্রুতির কথা শেষ হতে না হতেই আরাত্রিকা বলেন, "আর কতবার বিয়ে করবে গো?" লাজুক হাসি হেসে শ্রুতির জবাব, "একবারই তো রে! আসলটা তো একবারই। নকল বিয়ে যদিও এই নিয়ে পাঁচবার হয়ে গিয়েছে।" কথা শেষ হতেই আবারও শুটিং শুরু। এবার গায়ে হলুদের পর্ব মিটিয়ে বিয়ের সাজের তোড়জোড়।

শ্রুতির 'আসল' বিয়ের প্রস্তুতি 

 

আরও পড়ুন: নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকাকে এগিয়ে দিলেন বিয়ের মণ্ডপে! কেন এমন কাণ্ড ঘটালেন টলিপাড়ার নায়ক?


শ্রুতির কোমর ছাড়িয়ে বড় চুল। গায়ে হলুদের সময় বারবার স্নান করতে গিয়ে, পুরো চুল ভিজেছে। তাই আগে চুল শুকিয়ে নেওয়া হচ্ছে। এদিকে, দিদির বিয়ের জন্য আরাত্রিকা সাজছেন মায়ের গয়নায়। দিদির স্বপ্নপূরণ করতে পেরে কেমন লাগছে উজির? সাজার মাঝেই আরাত্রিকার জবাব, "খুব ভাল লাগছে। সেটটা দেখেছেন? কী সুন্দর করে সাজিয়েছে না? একদম বিয়েবাড়ির মতোই। আমিও তেমন একটা সাজগোজ করি না, উজিও করে না। তবে দিদির বিয়ে বলে কথা! একটু তো সাজবই।" এদিকে লাল বেনারসিতে সেজে উঠেছে শ্রুতি। একদম বিয়ের কনে যেন! সামাজিক বিয়েটা এখনও হয়নি, এই সাজটা কি ইচ্ছেটা বাড়াচ্ছে? সাজার মাঝেই শ্রুতি বলেন, "ওরে বাবা! আজ সকাল থেকেই তো শুধু তাই মনে হচ্ছে। আসলে একবার বিয়ের প্রস্তুতি শুরু করেছিলাম, কিন্তু আমার জেঠু হঠাৎ মারা যাওয়ায় আর এগোয়নি। আমরাও চাই এবার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। নিশা তো একটু চঞ্চল, কখন কী করবে কেউ জানে না। শ্রুতি কিন্তু তেমন নয়। মাঝেমধ্যেই দর্শক রিল আর রিয়েলটাকে গুলিয়ে ফেলেন তো তাই বলে দিলাম।"