নিজস্ব সংবাদদাতা: একটু একটু করে কি পুতুলকে ভালবেসে ফেলছে ময়ূখ? মুখে কিছু না বললেও এই বৈশাখেও যেন ভালবাসার মরশুম! কিন্তু শ্বশুরবাড়ির প্রিয় পাত্রী কি হয়ে উঠতে পারবে পুতুল? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওতে, সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'র শুটিং ফ্লোরে।
জামাইষষ্ঠী জমজমাট
সামনেই জামাইষষ্ঠী, তাই নতুন প্রোমোর তোরজোড় চলছে ফ্লোরে। এদিকে একে অপরের সঙ্গে পরবর্তী দৃশ্য নিয়ে আলোচনা করছেন নায়ক-নায়িকা। ভিও দেওয়ার পর চলছে ক্লোজ আপ শট। সবশেষে লাইট চেঞ্জ। ব্যস এবার একটু বিরতি। কফির কাপ হাতে মেকআপ রুমের দিকে এগিয়ে গেলেন পর্দার 'পুতুল-ময়ূখ' ওরফে খেয়ালী মণ্ডল ও সৈয়দ আরেফিন। দু'জনের মুখেই একটু লাজুক ভাব। এটা কি সব সময় বজায় থাকে? প্রশ্ন করতেই মুচকি হেসে খেয়ালী বলেন, "না ঠিক তা নয়। আসলে সিনের মধ্যে সব সময় থাকি তো, তাই হুট করে চরিত্রটা থেকে বেরোতে একটু সময় লাগে।" খেয়ালীর কথায় সায় দেয় আরেফিন। জামাইষষ্ঠীর জন্য এত আয়োজন, এই অবেলায় তো ঠিক করে খেতেও পারবেন না? আরেফিনের তড়িঘড়ি জবাব, "এটাই তো চাই। যত না খেতে হয় তত ভাল। আসলে আমি খুব একটা খেতে ভালবাসি না। তাই অবেলায় সিনের জন্য প্রচুর খেতে না হলেই আমার জন্য ভাল।"
অজান্তেই প্রেমে ডুব
শ্বশুরবাড়ির সঙ্গে বরের মন বুঝতেই তো সময় পেরিয়ে যায়, 'পুতুল' কতটা তাড়াতাড়ি 'ময়ূখ'-এর মন জয় করবে? খেয়ালীর কথায়, "আমরা কেউই যে মারাত্মক চেষ্টা করছি তা কিন্তু নয়। এটা মন থেকেই আসছে। একটু একটু করে একে অপরকে অজান্তেই ভালবেসে ফেলছি। গল্পের মোড়ে আরও চমক আসছে!" পর্দার বউ কেমন? একটু হেসে আরেফিন বলেন, "পুতুল খুবই ভাল। খেয়ালীও ভাল। ওর সঙ্গেই সবচেয়ে বেশি সিন থাকে। আমরা অনেক বিষয়ে আলোচনা করি। যদিও কাজের ফাঁকে খুব বেশি সময় পাই না।" কেমন বুঝলেন এই ক'দনি একে অপরকে? জোরে হেসে খেয়ালী বলেন, "আমায় দেখলে মনে হয় শান্ত তবে ক্যামেরা বন্ধ হলেই আসল রূপটা সামনে চলে আসে। যদিও আরেফিনদা কম কথা বলে, একটু চুপচাপ প্রকৃতির। তবে আমাদের দু'জনের একটা বিষয়ে মিল আছে। দু'জনেই মাঝেমধ্যেই ঘেঁটে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে শুটিংয়ে আসলে মুডটা একটু ঘেঁটে থাকে।" খেয়ালীর কথা শুনে হেসে ফেলেন আরেফিন।
একটু আড্ডাতেই সময় বেশ খানিকটা এগিয়ে গেল। পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে নায়ক-নায়িকাকে। তাই তাড়াতাড়ি কফি শেষ করে, আবারও 'পুতুল-ময়ূখ' হয়ে ওঠার প্রস্তুতি।
