নিজস্ব সংবাদদাতা: স্বভাব না যায় মলে..! ফের নারী ঘটিত কাণ্ডে পুলিশের দোরগোড়ায় গায়ক। সারেগামাপা খ্যাত এই গায়কের নামে উঠল অভিযোগের আঙুল। যদিও এবার অভিযোগ পরিবারের তরফে আসেনি। বরং গায়কের আচরণে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীরাই অভিযোগ তুলেছেন। 

 

 

 

সৌম্যদর্শন এই গায়ক। সমাজমাধ্যমে ভালই সক্রিয় থাকেন। দ্বিতীয় বিয়ে সেরেছেন কয়েক বছর আগে। সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর কীর্তি ফাঁস। এর আগেও যদিও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে সেসব বহুদিন আগেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু এবারের অভিযোগ বেশ জটিল।

 

 

 

জানা যাচ্ছে, টালিগঞ্জের ফ্ল্যাটে এখন আর থাকছেন না গায়ক। বালিতে নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। এদিকে, একরত্তি মেয়েকে নিয়ে টালিগঞ্জের ফ্ল্যাটে একাই থাকছেন স্ত্রী। অন্যদিকে, বালির ফ্ল্যাটে একের পর এক নারীর আনাগোনা চলছে। গায়কের আচরণে বিরক্ত হয়ে কয়েকবার তাঁকে সাবধান করেন প্রতিবেশীরা‌। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার অতিষ্ট হয়ে স্থানীয় থানার দারস্থ হন প্রতিবেশীরা। রাতেই এক মহিলার সঙ্গে গায়ককে পাকড়াও করেন পুলিশ। এরপর রবিবার সকালে গায়কের স্ত্রী এসে ঘটনা অস্বীকার করেন। কারণ হিসাবে নানা যুক্তিও দেন। স্বামীর কীর্তি ঢাকতে মরিয়া স্ত্রী অভিযোগ না করেই সরে পড়েন সেখান থেকে। কিন্তু স্বামীর এমন আচরণে দেখেও কী কারণে তাঁকে বাঁচালেন স্ত্রী? এর পিছনেও কি লুকিয়ে কোনও গোপন সত্যি?