সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের ছবির গান-ও জিততে পারত অস্কার, বাফটা-র মতো সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার! তবে একটুর জন্য তা সম্ভব হয়নি। আর তার জন্য দায়ী, সলমনের ছবির নির্মাতারাই! না, এতটুকুও রসিকতা নয়। নির্য্যস সত্যি কথা। শুরু থেকেই তাহলে খুলে বলা যাক গোটা বিষয়টা।
'স্লামডগ মিলিওনিয়ার' ছবির 'জয় হো' গানটির জন্য দু'দুটো অস্কার ঝুলিতে পুরেছিলেন এআর রহমান। তবে এই জনপ্রিয় গানটি কিন্তু প্রথমে এই ছবির জন্য বাঁধেননি রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল সলমনের 'যুবরাজ' ছবিটি। পরিচালনায় ছিলেন সুভাষ ঘাই। সেই ছবির জন্যই 'জয় হো' গানটি তৈরি করেছিলেন রহমান। তবে সেই গান মনপসন্দ হয়নি 'যুবরাজ'-এর নির্মাতাদের! শোনামাত্রই বাতিল করে দেন। অগত্যা 'জয় হো' গানটি 'স্লামডগ মিলিওনিয়ার' ছবিতে জুড়ে দেন সুরকার। 'যুবরাজ' মুক্তির ঠিক পরের বছর অর্থাৎ ২০০৯ সালে মুক্তি পায় ডেনি বয়েলের 'স্লামডগ মিলিওনিয়ার'। বাকিটা ইতিহাস!
সলমন খান আফসোস করেছিলেন না কি সুভাষ ঘাই-এর উপর রেগে গিয়েছিলেন, তা ভাবার জন্য কিন্তু কোনও পুরস্কার নেই।
প্রসঙ্গত, রবিবার চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে বুকে অস্বস্তি নিয়ে হাজির হয়েছিলেন রহমান। সেই হাসপাতালে সকালে ভর্তি হওয়ার পর কিছু রুটিন চেক আপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে।জানিয়েছেন, তাঁর ছেলে আমিন। চিকিৎসকেরা জানিয়েছেন,হৃদরোগ নয়, শরীরে জলশূন্যতার কারণেই অস্বস্তি হচ্ছিল শরীরে। সেই সঙ্গে বুকে ব্যাথা। মনে করা হচ্ছে, রমজানের উপবাসের পাশাপাশি বিমানযাত্রার দীর্ঘ সফরের ধকল শিল্পীর শরীর নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন রহমান।
