সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ে ‘সিতারে জমিন পর’-এর প্রিমিয়ারে রীতিমতো চমক! ছবির গল্প নয়, শিরোনামে উঠে এল সুপারস্টারদের বন্ধুত্বের টক-ঝাল-মিষ্টি মুহূর্ত। অমির খানের এই নতুন ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়ে ক্যামেরার সামনে রীতিমতো বাজিমাৎ করলেন সলমন খান। কেবল উপস্থিতি নয়, নিজের চেনা ঠাট্টার ছন্দে অমিরকে দিলেন একের পর এক মজার খোঁচা।
স্ক্রিনিংয়ে লালগালিচায় দাঁড়িয়ে সলমন ছবিশিকারিদের উদ্দেশ্যে আচমকা বলে ওঠেন, “ও তো তোমাদের ছবির গল্পটাই বলেনি! আমায় ডেকেছিল ছবির বিষয়ে, আমি দেখে একেবারে মুগ্ধ! বলেও দিলাম ‘হ্যাঁ, করব’। তারপর ফোন করে জানালো, ‘আমি নিজেই করছি ছবিটা!’” আরও যোগ করেন,“আমি এত প্রশংসা করে ফেলেছিলাম যে আমির ভাবল, ‘এটা তো আমি নিজেই ফাটিয়ে দেব!’” তারপরেই ঠাট্টার মোড় ঘুরে যায় ব্যক্তিগত দিকেও। সলমন হাসতে হাসতে বলেন, “ও বলেছিল, ছবিটা ওর খুব ভাল লেগেছে। কিন্তু তখন ও কোনও কাজ করছিল না… একটু চাপেই ছিল… চিত্রনাট্য ঘষামাজা, পেপারওয়ার্ক… ওইসব।” (ইঙ্গিত স্পষ্ট— তখনই চলছিল অমির-কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া।)
এই সব শুনে অমিরও চুপ থাকেননি! একেবারে মজার সুরে পাল্টা বলেন, “এরকম হতে পারে যে ও হ্যাঁ বলল আর আমি মাঝপথে এসে ঢুকে পড়লাম?” পুরো ঘটনায় প্রিমিয়ারে উপস্থিত সকলেই হেসে কুটোপাটি!প্রিমিয়ারে অমিরকে সাপোর্ট করতে হাজির ছিলেন শাহরুখ খানও। তবে ক্যামেরা-আকর্ষণের কেন্দ্রে ছিলেন স্পষ্টতই সলমন-অমিরের বন্ধুত্বের রসায়ন।
এদিন সলমন হাজির হন অল-ব্ল্যাক লুকে। অন্যদিকে অমির খানের কমেডি-ড্রামা সিতারে জ়মিন পর আসলে ২০০৭-এর তারে জমিন পর-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। পরিচালনায় আর.এস. প্রসন্ন। অমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডিসুজা এবং ১০ জন নয়া অভিনেতা-অভিনেত্রী, যাঁদের মধ্যে রয়েছেন অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্মিত দেশাই প্রমুখ।
এই ছবি স্প্যানিশ ছবি ক্যাম্পিওন্স-এর অফিশিয়াল রিমেক, যেখানে দেখা যাবে এক বাস্কেটবল কোচকে, যিনি বাধ্য হয়ে বিশেষভাবে সক্ষম একদল বাচ্চাকে নিয়ে প্রতিযোগিতার জন্য দল গঠন করেন। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ জুন, প্রেক্ষাগৃহে। তবে তার আগেই ভাইজানের এই হাসি-ঠাট্টার টুকরো মুহূর্ত যেন সিনেমার থেকেও হিট!
