সংবাদসংস্থা মুম্বই: সোমবার সকালে ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। অভিযোগ, এবার বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, উঠে আসছে লরেন্স বিষ্ণোইয়ের নাম।
বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। 'ভাইজান'-এর নিরাপত্তা আরও বেড়েছে। ২০২৪-এর এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলিবর্ষণ হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন দু'জন। জানা গিয়েছিল ওই দুই অভিযুক্তের যোগ রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে।
 
 তারপরই খবর ছড়ায়, পানভেলের খামারবাড়িতেও সলমনকে হত্যার ছক কষা হয়েছিল। তদন্তকারী দল জানতে পারে সলমনকে হত্যা করার জন্য নাকি পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত আনানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ বিষ্ণোই ও ওয়াসিম চিকনাকে। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে দুই অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। কড়া নিরাপত্তায় সলমন শুটিং সেরেছিলেন 'সিকান্দর'-এর। বাড়িয়েছিলেন নিরাপত্তারক্ষীর সংখ্যাও। মাঝে সাময়িক শান্তি পেলেও, ফের 'ভাইজান'-এর প্রাণনাশের হুমকিতে উত্তেজনা ছড়িয়েছে টিনসেল টাউনে।
