টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?


দ্বন্দ্ব অতীত, বর্তমানে বন্ধুত্ব

সলমন খান সম্প্রতি বিগ বস ১৯-এর এক পর্বে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর পুরনো বিবাদ নিয়ে মুখ খুলেছেন। বলিউডের সবচেয়ে আলোচিত বিতণ্ডাগুলির মধ্যে সলমন–অরিজিৎ বিতর্ক অন্যতম। তবে অভিনেতা এবার স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের মধ্যে আর কোনও মনোমালিন্য নেই, বরং এখন তাঁরা ভাল বন্ধু। সলমনের মতে, সেই ঘটনাটি শুধুমাত্র একটি ‘ভুল বোঝাবুঝি’ ছিল।

শো চলাকালীন সলমন বলেন, “অরিজিৎ আর আমি খুব ভাল বন্ধু। ওই ঘটনাটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। তারপর থেকে ও আমার জন্য একাধিক গান গেয়েছে— ‘টাইগার ৩’এর জন্যও গেয়েছে, আর এখন ‘গালওয়ান’  ছবির জন্যও গান করছে।”

এই মন্তব্যের পর ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে, বহু বছর ধরে চলা এই জনপ্রিয় তারকা এবং গায়কের মধ্যে থাকা দূরত্ব অবশেষে মিটে গেছে।

সলমন এবং অরিজিতের মধ্যে এই বিতর্কের সূত্রপাত ঘটে ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোয়ে। ওই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নায়ক, আর অরিজিৎ তখন ‘আশিকি ২’এর জনপ্রিয় গান ‘তুম হি হো’এর জন্য পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন। তবে তিনি খুব সাধারণ, নৈমিত্তিক পোশাকে উপস্থিত হন, যা দেখে সলমন মজা করে জিজ্ঞাসা করেন, “তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?” এর জবাবে অরিজিৎও রসিকতাপূর্ণ ভঙ্গিতে বলেন, “আপনারা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”

ঈশা-ভরতের বন্ধুত্ব

বহু বলিউড তারকারা তাদের বিচ্ছেদ বা ডিভোর্সের পরও প্রায়শই সাবলীল সম্পর্ক বজায় রাখেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে অভিনেত্রী ঈশা দেওল। রবিবার তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর প্রাক্তন স্বামী ভরত তখতানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী ভরতের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার সন্তানদের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আনন্দে থাক, সুস্থ থাক। আশীর্বাদে ভরে থাকুক তোমার জীবন।’

ঈশা এবং ভরত ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাঁদের ঘরে আসে কন্যা সন্তান রাধ্যা, এবং ২০১৯ সালে তাঁদের দ্বিতীয় কন্যা মিরায়া। তবে গত বছর ফেব্রুয়ারিে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন।

বিচ্ছেদ ঘোষণা করার সময় তাঁদের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা পারস্পরিক সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই পরিবর্তনের সময়ে আমাদের দুই সন্তানর সর্বোচ্চ যত্ন এবং মঙ্গলই আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো হবে।’

বিক্রমের অফিসে চুরি

পরিচালক বিক্রম ভাটের প্রোডাকশন হাউসের দুই কর্মীকে শুক্রবার অফিস থেকে তাঁর ছবির র ফুটেজের হাইডিস্ক এবং মোবাইল ফোন চুরি করে তা বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিক্রমের কোম্পানির প্রোডাকশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর অনুযায়ী, বিক্রম লক্ষ্য করেন যে, চলতি বছরের মার্চ থেকে তাঁর অফিসের ডিস্কগুলো ক্রমশ গায়েব হয়ে যাচ্ছে। তিনি তাঁর অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীকে সন্দেহ করলে প্রোডাকশন ম্যানেজারকে তার উপর নজর রাখতে বলেছিলেন।

তারপরে দেখা যায়, পানিগ্রাহীর অধীনে কাজ করা জিতেন্দ্রর কাছে সব ডিস্ক ছিল। অফিসের কোনও কর্মীর যদি ডিস্কের প্রয়োজন হত, জিতেন্দ্র পানিগ্রাহীর অনুমতি নিয়ে তা সরবরাহ করতেন।