সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


ফের প্রেমের গল্পে ইমতিয়াজ-সাজিদ

২০১৮ সালে সাজিদ আলি ও ইমতিয়াজ আলি পরিচালিত 'লায়লা মজনু' ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু সেই সময় বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। চলতি বছর পুণরায় মুক্তি পায় ছবিটি। এইবার বক্স অফিসে সাফল্যের জোয়ার এসেছে 'লায়লা মজনু'র। এই সাফল্যের মাঝেই সুখবর দিলেন সাজিদ-ইমতিয়াজ। সোশ্যাল মিডিয়ায় 'হীর'-'রাঞ্ঝা','লায়লা মজনু','রোমিও'-জুলিয়েট'-এর মতো বহু ঐতিহাসিক চরিত্রের নাম লেখা একটি কাগজের ছবি ভাগ করে নেন ইমতিয়াজ-সাজিদ। এবং সঙ্গে লেখেন, "এখানে সবার নাম লেখা। পরবর্তী ছবি কোন ঐতিহাসিক চরিত্রদের নিয়ে করা যায়?" বোঝাই যাচ্ছে আগামী ছবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হচ্ছেন তাঁরা।


ভাইরাল শ্রদ্ধা-শক্তি


শক্তি কাপুর তাঁর ৭৬ তম জন্মদিনে সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছা‌ বার্তায় ভাসছেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ফের উঠে এসেছে মেয়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাঁর একটি মজার ভিডিও। যেখানে 'তু ঝুটি ম্যায় মক্কর' ছবির 'ঠুমকা' গানে পা মেলাতে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। এরপর মজার ছলে তিনি মেয়েকে বলেন "ঠুমকা কেউ করে না, ঠুমকা মারতে হয়।" বাবা, মেয়ের মিষ্টি মুহূর্তে এখন তাই ফের ভাইরাল নেট মাধ্যমে।

কবে আসছে 'সিংঘম এগেইন'?

রোহিত শেঠি পরিচালিত 'সিংঘম এগেইন'-এর মুক্তি নিয়ে সোশ্যাল ছড়িয়ে পড়েছিল নানা জল্পনা। যদিও বিভিন্ন কারণে ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছিলেন নির্মাতারা। তাই জল্পনা ছিল, ছবি মুক্তি না পাওয়ার। এবার সমস্ত চর্চাকে দূরে সরিয়ে এল বড় খবর, মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর দীপাবলিতেই আসছে দীপিকা, অজয় দেবগণ, করিনা কাপুর অভিনীত 'সিংঘম এগেইন'। তবে মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন নির্মাতারা।