বলিউডে এখন 'সাইয়ারা'র ঝড়। এই ছবি  মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিয়েছিল দুই দশকের রেকর্ড! মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির তিনদিনের মধ্যেই ৮৩ কোটি ঘরে তুলেছে এই ছবি। 

 

দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'।প্রেক্ষাগৃহে আবার কেউ সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। আবার কেউ নিজের মনের মানুষকে কোলে তুলে ভালোবাসায় আপ্লুত হচ্ছেন। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন 'সাইয়ারা জ্বর।প্রেমে ব্যথা পেলেই নাকি সেই ভালবাসা পূর্ণতা পায়! অহন পাণ্ডে ও অনিত পাড্ডার রোমান্টিক লাভস্টোরি দেখে চোখে জল দর্শকের। প্রেক্ষাগৃহে ধরা পড়ছে প্রেমিক-প্রেমিকাদের নানা আবেগঘন মুহূর্ত৷ যা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে৷ 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Iamfaisal (@iamfaisal04)