সংবাদ সংস্থা মুম্বই: ‘সেক্রেড গেমস’-এ কুকুর চরিত্রে অভিনয় করেই রাতরাতি পরিচিত পান অভিনেত্রী কুবরা সেট। সিরিজে রূপান্তরকামী এক বারড্যান্সারে চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে, যাঁর প্রেমে পড়ে যান গণেশ গায়তোন্ডে অর্থাৎ নওয়াজউদ্দিন সিদ্দিকি।  সিরিজে একাধিক বার সঙ্গমের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে কুবরা ও নওয়াজকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নওয়াজকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন সহ-অভিনেতা হিসাবে নওয়াজের সঙ্গে কাজ করার তাঁর অভিজ্ঞতা কেমন?

 

কোনও রাখঢাক না রেখে কুবরা জানালেন, নওয়াজ যে অসাধারণ অভিনয় করেন সেকথা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু ওঁর সঙ্গে কাজ না করা পর্যন্ত বোঝা মুশকিল ঠিক কতটা দুরন্ত অভিনেতা তিনি। অভিনেত্রীর কথায়, “নওয়াজের সঙ্গে কোনও দৃশ্যের শুটিংয়ের আগে যদি কোনও অভিনেতা পরিকল্পনা করে যান যে এইভাবে তিনি পারফর্ম করবেন কিংবা দৃশ্যের তমুক জায়গায় তিনি অভাবে পারফর্ম করবেন...নওয়াজ সেই সব হিসাব গুলিয়ে দেন।” প্রসঙ্গত, মানুষ হিসাবে যে নওয়াজউদ্দিন যথেষ্ট লাজুক সেকথা আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই কুবরা-ই। তিনি-ই ফ্যানস করেছিলেন ‘সেক্রেড গেমস’-এ সঙ্গম দৃশ্যে অভিনয়ের আগে নওয়াজকে রীতিমতো ধরেবেঁধে ওই দৃশ্যে শুট করাতে হয়েছিল।

 

কয়েক বছর আগে নিজের আত্মজীবনীও লেখেন কুবরা। সেখানেই স্বীকার করেন ৩০ বছর বয়সে গর্ভপাত করাতে হয়েছিল তাঁকে।যদিও তাঁর মতে, এই ঘটনা মানুষ হিসেবে তাঁকে শক্তিশালী করেছে। নিজের জীবনের সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা তৈরি করেছে। তিনি জানান, এই ঘটনায় কোনও অনুতাপ নেই তাঁর।
তিনি জানান, ২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। সেখানেই স্কুবা ডাইভিং করেন। তার পর মদ্যপান করে এক ব্যক্তির সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার দিন কয়েক বাদেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। সেই সময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কুবরা। তাই বাধ্য হয়ে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়। সেই পুরুষ তাঁর প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই পুরো বিষয়টিই নিজের মতো করে সামলাতে হয় কুবরাকে।