'জগদ্ধাত্রী' ধারাবাহিক যে শীঘ্রই শেষ হতে চলেছে, সেই খবর আজকাল ডট ইন আগেই জানিয়েছে। দীর্ঘ ৩ বছরের বেশ সময় পথ চলার পর শেষ হচ্ছে 'জ্যাস সান্যাল', 'স্বয়ম্ভু', 'কৌশিকী'দের গল্প। এতদিন ধরে সযত্নে লালিত চরিত্রকে ছেড়ে আসার আগেই নতুন ধারাবাহিক, নতুন গল্প নিয়ে আবারও জি বাংলার পর্দায় ফিরছেন রূপসা চক্রবর্তী। অভিনেত্রীকে দেখা যাবে কোন ধারাবাহিকে সেটা নিজেই এদিন জানালেন। 

৮ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হল 'বেশ করেছি প্রেম করেছি'। সন্ধে সাতটার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক। নতুন ধারাবাহিকের আগমনে সময় বদলেছে 'জগদ্ধাত্রী'র। তবে যতই সময় বদলাক, এই চ্যানেলে একই সময় এবারও দেখা যাবে রূপসা চক্রবর্তীকে। অভিনেত্রী নিজেই জানালেন সেই কথা। তিনি যোগ দিলেন 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকে। প্রথম পর্বেই তাঁর নতুন চরিত্রের ঝলক দেখা গিয়েছে। 

'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকে নিজের চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি লেখেন, 'আজ যখন কৌশিকীর যাত্রা শেষের দিকে এগোচ্ছে, মনটায় খানিকটা হাহাকার তো জাগেই। ঠিক সেই মুহূর্তে কান ঘেঁষে দু’টো শিশু, একটা ছেলে আর একটি মেয়ে এসে বলল, তোমাকে আমরা ছাড়ছি না! সন্ধ্যা ৭টার অভ্যাস ভাঙবে না। তোমার পথচলা থামলে চলবে না। তাই নতুন উদ্যমে, নতুন আবেগে শুরু করলাম আরেকটা নতুন গল্প। আর সেই কারণেই আজ থেকে আমি থাকছি আপনাদের সাথেই সেই একই সময়, কিন্তু নতুন ধারাবাহিক, বেশ করেছি প্রেম করেছি-তে।' এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'কাজল ঘোষাল'। পেশায় পুলিশ অফিসার। 

অন্যদিকে 'জগদ্ধাত্রী' শেষ হওয়ার প্রসঙ্গে রূপসা লেখেন, 'প্রায় সাড়ে তিন বছর, প্রতিদিন সন্ধ্যা ঠিক সাতটায় আপনাদের সামনে হাজির হতাম জগদ্ধাত্রীর বড়দি হয়ে, আর আপনাদের সবার প্রিয় চরিত্র কৌশিকী মুখার্জি রূপে। আপনাদের অফুরন্ত ভালোবাসা, সম্মান আর আন্তরিক সঙ্গ আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে প্রতিটি দিন।'(অভিনেত্রীর পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে আরও এক নতুন ধারাবাহিক, 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সেই ধারাবাহিকের আগমনেই শেষ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। সময় বদলিয়েও কোনও লাভ হল না শেষ পর্যন্ত।