টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সোশ্যাল-বিরতি রণিতের
জনপ্রিয় অভিনেতা রণিত রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা করেছেন। ২২ নভেম্বর, শনিবার একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ব্যক্তিগত যত্নের জন্য এবং নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়াটা তাঁর এই মুহূর্তে জরুরি। রণিত রায় তাঁর অনুরাগীদের ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই প্ল্যাটফর্ম তাঁকে অনেক ভালবাসা ও অনুপ্রেরণা দিয়েছে, যা তিনি সবসময় মনে রাখবেন। তবে, তিনি মনে করেন, ব্যক্তিগতভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য মাঝে মাঝে দূরে সরে যাওয়া প্রয়োজন। অভিনেতা উল্লেখ করেছেন, এই বিরতি একটি 'বিদায়' নয়, কেবল একটি 'বিরাম'। তাঁর ভক্তরা যেন এই সময়ে তাঁকে সমর্থন করেন এবং তাঁর এই প্রক্রিয়াকে সম্মান জানান, সেই আশা ব্যক্ত করেছেন তিনি। রণিত শীঘ্রই নতুন উদ্যম ও উদ্দেশ্য নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
আট ঘণ্টা কাজের দাবি শেফালীর
অভিনেত্রী শেফালী শাহ সম্প্রতি কাজের ক্ষেত্রে অযৌক্তিক এবং কঠোর সময়সূচী নিয়ে সরব হয়েছেন। তিনি তাঁর চুক্তিতে বাধ্যতামূলক আট ঘণ্টার কাজের সময় অন্তর্ভুক্ত করেছেন এবং এর গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, একজন শিল্পীর ভাল কাজ করার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং ব্যক্তিগত জীবন থাকাটা জরুরি। তিনি স্পষ্ট করে বলেছেন, "যদি আমি যথেষ্ট মূল্যবান না হই, তবে আমাদের একসঙ্গে কাজ না করাই ভাল।" শেফালী শাহ শুধু নিজের জন্য নয়, সেটে থাকা পুরো টিমের জন্য ভাল কাজের পরিবেশ দাবি করেছেন। তিনি মনে করেন, ভাল ভ্যানিটি ভ্যান বা উপযুক্ত বসার জায়গা কোনও 'বিলাসিতা' নয়, বরং কাজের জন্য প্রাথমিক প্রয়োজন। তিনি এ-ও জানিয়েছেন যে তাঁর চুক্তির এই নির্দিষ্ট সময়সীমা অন্য কলাকুশলীদেরও সময়মতো বাড়ি ফেরার সুযোগ করে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, দীর্ঘ এবং অনিয়মিত কাজ শুধু অভিনেতাদের নয়, বরং যারা ওভারটাইমের জন্য অতিরিক্ত পারিশ্রমিক পান না, সেই টেকনিশিয়ান এবং ক্রুদেরও ক্ষতি করে।
কার্তিককে আদুরে ডাক শ্রীলীলার
অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩'-এ শ্রীলীলার সঙ্গে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে নাকি নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। কার্তিকের স্ত্রী যেন পেশায় চিকিৎসক হন, এমনই মনের ইচ্ছা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতার মা! তাই যখন অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তখন অনুরাগীরা আরও বেশি নিশ্চিত হয়েছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে। কারণ, শ্রীলীলাও ডাক্তারি পড়ছেন! যদিও কার্তিক ও শ্রীলীলার সম্পর্ক ঘিরে এখনও নানা চর্চা চলে। এবার অভিনেতার জন্মদিনে এই চর্চা আরও জোরালো হল। 'আশিকি ৩'-এর ফ্লোরের একটি ছবি ভাগ করে কার্তিককে জন্যদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলীলা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি বার্থডে সুইটেস্ট'। এই মিষ্টি ডাকই নজর কেড়েছে নায়ক-নায়িকার অনুরাগীরা।
