মুক্তি পেল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত বেলা ছবির নতুন গান ‘মা গো তুমি দশভুজা’। গৌতম ঘোষালের সুরে গানটি গেয়েছেন প্রখ্যাত গায়ক রূপঙ্কর বাগচী। এই গানকে নারীর মাতৃসত্তার প্রতি শ্রদ্ধাঞ্জলী বললে অত্যুক্তি হবে না। প্রত্যেক পঙক্তিতে ভেসে উঠেছে মায়েদের জীবনের না-বলা লড়াই, সংগ্রামের কথা। তাঁরাই যে মানুষ গড়ার প্রকৃত কারিগর, আরও সেই সত্যেরই মুখোমুখি দাঁড় করায় এই গান। জন্মদিনের পায়েস থেকে শীতের মিঠে রোদে বড়ি তৈরির দুপুর, আটপৌরে নস্টালজিয়া- মায়েদের স্নেহ-অবদানেরই দলিল ‘মা গো তুমি দশভুজা’।
নারীশক্তির জয়গান গায় অনিলাভ-র ‘বেলা’। আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলা দে-র জীবনীচিত্র তৈরি করেছেন তিনি। নামভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। সাদামাঠা শাড়ি, লম্বা বিনুনি, কানে হেডফোন, মুখে হাসি, এভাবেই প্রথম বেলা হয়ে জনসমক্ষে আসেন নায়িকা। স্বাধীনতার পরবর্তী সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সেই সময় নিজের অধিকারের জন্য মেয়েরা লড়াই করবেন, এ কথা ছিল ভাবনাতীত। বেলা গিয়েছিলেন স্রোতের বিপরীতে। তৈরি করেছিলেন নিজের পরিচয়। বাস্তবের সেই চরিত্রে পর্দায় প্রাণকাঠি ছুঁইয়ে দিয়েছেন অভিনেত্রী।
খুব রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন বেলা দেবী। স্বাধীনতার আগে বাড়িতে ছিল মেয়েদের জন্য নিয়মের কড়াকড়ি। সেই সমস্ত নিয়ম ভেঙে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়েছিলেন তিনি। এসেছিল অনেক বাধা। কিন্তু শেষমেশ জয় হয়েছিল বেলা দেবীর অদম্য ইচ্ছেশক্তির। কর্মজীবনে রবীন্দ্রনাথের সাক্ষাৎকার থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামীর কথা তুলে ধরেছিলেন তিনি। তাঁর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
পরপর ছবি করছেন ঋতুপর্ণা। কিছুদিন আগেই তাঁর অভিনীত ছবি ‘গুড বাই মাউন্টেন’ মুক্তি পেয়েছে। ‘বেলা’ মুক্তি পাবে ২৯ আগস্ট। সেই ছবির প্রচার কাজ নিয়েও ব্যস্ততা তুঙ্গে। এসবের মাঝে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক নতুন রূপে বাংলার দর্শক ঋতুপর্ণাকে দেখতে পাওয়া যাবে। এবার অভিনেত্রী-প্রযোজকের রূপের বাইরে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: পুলিশের দ্বারস্থ অপূর্ব! কোন বিপাকে পড়লেন ওপার বাংলার নায়ক, ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। এই সংস্থা যে শুধু ছবি প্রযোজনা করে তাই না, ভিন্ন স্বাদের অনুষ্ঠান করে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋতুপর্ণা এবং ওঁর ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করেছে। এর আগেও বেশ কয়েকটি নৃত্যানুষ্ঠানে ঋতুপর্ণাকে দেখা গিয়েছে ঠিকই, তবে এবারের প্রয়াস একেবারেই আলাদা। রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে এবারের পরিবেশনায়। ১৪ আগস্ট, কলামন্দিরে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হতে চলেছে ‘অ্যান ইভিনিং অফ রিদম অ্যান্ড রাগা’।
চলতি বছরে মুক্তি পায় ঋতুপর্ণার পুরাতন। সুমন ঘোষ পরিচালিত এই ছবি দিয়েই বহু বছর পর ফের বাংলায় কাজ করেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা এবং শর্মিলাকে দেখা যায় মা-মেয়ের চরিত্রে। দর্শকমহলে প্রশংসিত হয় ছবিটি। আপাতত বেলা নিয়ে ব্যস্ততা তুঙ্গে নায়িকার।
