সংবাদসংস্থা, মুম্বই: রণবীর কাপুরের অন্যতম চর্চিত ছবি হতে চলেছে ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনেই তৈরি হতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। রাম থেকে সীতা কিংবা রাবণ, কোন চরিত্রে দেখা যাবে কোন অভিনেতাকে, সেই নিয়ে প্রথম থেকে চলেছে বিস্তর জল্পনা। তবে রামের চরিত্রে যে রণবীর কপূরকে দেখা যাবে তা ছিল পূর্বনির্ধারিত। এরই মাঝেই শোনা গিয়েছে ‘রামায়ণ’-এর জন্য প্রস্তাব গিয়েছে অমিতাভ বচ্চনের কাছে। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

‘রামায়ণ’ ছবিতে অমিতাভের যুক্ত হওয়ার খবর নতুন নয়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। চলতি বছরের শুরুতে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, অযোধ্যার রাজা দশরথের চরিত্রে জন্য ভাবা হয়েছে অমিতাভকে। তবে সম্প্রতি জানা গেছে, বিগ বি জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে। চমকের এখানেই শেষ নয়। ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে।

বেশ কয়েক মাস আগে ‘রামায়ণ’-এর সেটে রামচন্দ্রের বেশে রণবীরের শুটিংয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দেখা গেছিল, অভিনেতার কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজতিলক। খালি গায়ে মেরুণ-সোনালি পাড়ের উত্তরীয়র সঙ্গে রয়েছে মানানসই ধুতি। তাঁর পাশে সীতা হিসেবে হাসি মুখে রয়েছেন সাই পল্লবী। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উৎসাহ বেড়ে যায়।

সূত্রের খবর মানলে, রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি অনেকদিন ধরেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। যাতে এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তার জন্য তিরন্দাজিও শিখেছেন রণবীর। শুধু রামচন্দ্র নয়, পরশুরামের চরিত্রেও দেখা যাবে ঋষিকাপুর পুত্রকে। যার লুক হবে রামের থেকে একেবারেই আলাদা।

 নীতেশের এই ছবি ভারতের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান।এখনও পর্যন্ত যা খবর, ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। অন্যদিকে, দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করতে পারেন লারা দত্ত। তবে এতদিন অমিতাঙের চরিত্র নিয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি নির্মাতারা।