সংবাদসংস্থা মুম্বই: রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকে 'রাম'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অরুণ গোভিল। দর্শক মহলে প্রশংসিত ১৯৮৭ সালের টিভি ধারাবাহিকে অরুণ 'রাম'-এর চরিত্রে অভিনয় করেছিলেন, আর দীপিকা চিখলিয়া দেবী সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি একেবারেই মনে করেন না যে কোনও বলিউড তারকা এই চরিত্রে আর সফল হতে পারবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, "তিন-চারজন এটি পুনঃনির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। আমার মনে হয় আমাদের জীবদ্দশায় কারও রামায়ণ পুনঃনির্মাণের চেষ্টা করা উচিত নয়। কোনও অভিনেতা রামের চরিত্রে অভিনয় করার কথা বললে, বর্তমানে উপলব্ধ সকল অভিনেতা, সকল তারকা - আমার মনে হয় কেউই উপযুক্ত নয়। হয়তো ইন্ডাস্ট্রির বাইরে এই চরিত্রের জন্য মানানসই কাউকে খুঁজে পেতে পারেন।"
পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ' ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ।
এই মহাকাব্যিক রূপান্তরে 'রাম' চরিত্রে থাকছেন রণবীর কাপুর, 'সীতা'র ভূমিকায় সাই পল্লবী, 'লক্ষ্মণ' হচ্ছেন রবি দুবে, 'কৌশল্যা'র ভূমিকায় লারা দত্ত এবং 'হনুমান' হচ্ছেন সানি দেওল।অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এই ছবিতে।
ছবিতে 'রাবণ' হয়ে পর্দা কাঁপাবেন কেজিএফ-খ্যাত যশ। তাঁর বিপরীতেই দেখা যাবে কাজল আগরওয়ালকে। অর্থাৎ রাবণের স্ত্রী 'মন্দোদরী'র চরিত্রে অভিনয় করতে চলেছেন কাজ। 'দেবাদিদেব মহাদেব'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা মোহিত রায়নাকে। একে একে সামনে আসছে ছবির চরিত্ররা। যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি ছবিতে চরিত্রদের প্রথম ঝলক। কিন্তু ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে 'রাম-সীতা' রূপে রণবীর ও সাই পল্লবীর লুক। তখন থেকেই বিভিন্নভাবে কটাক্ষের মুখে পড়েছে এই ছবি। সমালোচনার শিকার হয়েছে বারবার। যদিও এর জবাব দিতে দেখা যায়নি ছবির সঙ্গে যুক্ত কাউকেই।
