নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে এল আরও এক নতুন প্ল্যাটফর্ম। নাম 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির। 

 


একগুচ্ছ সিরিজ এসেছে এই প্ল্যাটফর্মে। ভিন্ন‌ ধারার গল্প নিয়ে জমে উঠেছে 'দরশু'। তার মধ্যে রয়েছে রহস্য-রোমাঞ্চে ঘেরা একটি সিরিজ। নাম 'আঙ্কেল ১৯৭৯'। পরিচালনায় অভি মিত্র। সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। গল্পে তিনি দুঁদে পুলিশ অফিসার। গল্পের মোড়ে সত্য সন্ধানী হয়ে ওঠেন রজতাভ। 'ডিটেকটিভ নলিনীকান্ত'-র মতো আরও একবার রহস্যের খোঁজে অভিনেতা। 


সিরিজের গল্প অনুযায়ী, গ্রামের এক জমিতে আবির মাখানো মরদেহ উদ্ধার হয়‌। যাতে লেখা ১৯৭৯। কী এই রহস্য? কোনও সিরিয়াল কিলং-এর সূত্রপাত? নাকি অন্যকিছু? এই রহস্য ভেদ করতে মরিয়া পুলিশের একটি টিম। সেই টিমে রয়েছেন রজতাভ দত্ত, দেবপ্রসাদ হালদার, রবি সাউ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সাউ ও অজয় পাল।