নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মঙ্গলবার সকাল ন'টায় দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা। বাবাকে হারালেন দুই মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার আর শেষরক্ষা হল না। 

 

 

ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ছিলেন ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ্যের রাজ পরিবারের সঙ্গে যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন ভরত দেব বর্মা। অভিনয় থেকে রাজনীতির ময়দানে প্রবেশে মুনমুন পাশে পেয়েছিলেন ভরতকে। এমনকী দুই মেয়েকেও জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ দিতেন তিনি। রাইমা-রিয়ার সিদ্ধান্ত বরাবরই খতিয়ে দেখে তাঁদের সুপরামর্শ দিতেন বাবা ভারত। বাধা দেননি কোনও কাজেই। 

 


গত ছ'মাস ধরে বাবার দেখাশোনার দায়িত্ব সামলেছেন রিয়া। একা হাতেই বাবার সেবা করেছেন। এদিকে ভরতের শেষ সময়ে কাজের সূত্রে কলকাতায় ছিলেন না রাইমা ও মুনমুন। বাবার মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি দিল্লি থেকে ছুটে এলেন রাইমা। এদিন মা মুনমুন সেনের সঙ্গে ছলছল চোখে দেখা গেল অভিনেত্রীকে। বাবার শেষযাত্রায় কাঁপা গলায় তাঁকে বলতে শোনা গেল, "শেষ সময়ে কাছে থাকতে পারলাম না, এটাই সবচেয়ে বেশি আফশোসের। বাবা আমার মনের মধ্যে থাকবেন সবসময়।"

 


ভারত দেব বর্মার মৃত্যু সংবাদে বালিগঞ্জের বাড়িতে এদিন উপস্থিত হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, ঋতুপর্ণা সেনগুপ্তরা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেওড়লাতলায় শেষকৃত্য সম্পন্ন হবে ভরতের।