সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মা হলেন রাধিকা
অন্তঃসত্ত্বা হওয়ার খবর আচমকাই সামনে এনেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার সন্তানের প্রথম ছবি সমাজ মাধ্যমে ভাগ করে ফের চমকে দিলেন তিনি। সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সেই অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।' ওই ছবিতে একরত্তির মুখ দেখা না গেলেও ছবির হ্যাশট্যাগে রাধিকা বুঝিয়েছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বিস্ফোরক রশ্মিকা!
'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর কারণে শুক্রবার সকালে গ্রেপ্তার হন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। হয় ১৪ দিনের জেল হেফাজতও। তবে তার কয়েকঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান 'পুষ্পা'। এই ঘটনার প্রতিক্রিয়ায় সহ অভিনেত্রী রশ্মিকা মন্দানা সমাজ মাধ্যমে লেখেন, "যা দেখছি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। যে দুর্ঘটনা ঘটে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যের। দুঃখজনক ঘটনা। যদিও এটা দুর্ভাগ্যের যে সমস্ত দোষ একজন ব্যক্তির ওপর চাপানো হচ্ছে। এই পরিস্থিতি অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।"
আবেগপ্রবণ রেখা
শুক্রবার প্রয়াত রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর আগে চলচ্চিত্রে তার স্থায়ী প্রভাব উদ্যাপন করল গোটা কাপুর পরিবার। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকারা। ছিলেন রেখাও। এদিন সাদা শাড়িতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁকে দেখা যায়, রাজ কাপুরের ছবির সামনে হাত জোড় করে নমস্কার জানিয়ে ছবিটি ছুঁয়ে দেখতে। এই মুহূর্তে নজর কাড়ে নেটিজেনদের।
