নিজস্ব সংবাদদাতা: প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর এবার ফিরতে চলেছে প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। ফের একসঙ্গে বড় পর্দায় দুই নায়ককে দেখবেন দর্শকেরা। চন্দ্রাশিস রায় পরিচালিত 'বিজয়নগরের হিরে' অর্থাৎ কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন ছবিতে দেখা যাবে টলিপাড়ার এই জনপ্রিয় জুটিকে। 

২০০২ সালে ‘ইনক্লাব’ ছবিতে শেষবার প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটিকে দেখা গিয়েছিল। এরপর আর দুই নায়ককে একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। অবশেষে এসভিএফ প্রযোজিত 'বিজয়নগরের হিরে'র হাত ধরে ফিরতে চলেছে এই জুটি। 

প্রায় তিন বছর পর ফের নতুন রহস্যের সমাধানে আসছেন 'কাকাবাবু'। 'বিজয়নগরের হিরে'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। কাকাবাবুর চরিত্রে অবশ্যই থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের পাশাপাশি এবারের ফ্রাঞ্চাইজিতে বদলে গেছে সন্তুও। সঙ্গে একাধিক চমক থাকতে চলেছে এই ছবিতে। যার মধ্যে অন্যতম চিরঞ্জিত চক্রবর্তী।

একসময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছে প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি। মূলত পারিবারিক ছবিতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এত বছরে তাঁদের সম্পর্ক অটুট থাকলেও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে চিরঞ্জিত চক্রবর্তী নিজেই সুখবর দিলেন। এই ছবির মহরতেও হাজির ছিলেন না চিরঞ্জিত, সম্ভবত ইচ্ছে করেই প্রথমে প্রকাশ্যে আনা হয়নি তাঁর নাম। তবে এত বছর পর প্রসেনজিতের সঙ্গে ফের কাজ করা নিয়ে দারুণ খুশি চিরঞ্জিত। এই ছবিতে কোন চরিত্রে থাকছেন তিনি? এই মুহূর্তে ছবি নিয়ে এত কিছু বলা বারণ, তবে চিরঞ্জিতকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সে কথা বলাই যায়!