'ধূমকেতু' মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমশ বিতর্ক বাড়ছে দেব এবং শুভশ্রীকে ঘিরে। শুধু বিতর্ক নয়, অনেকের ধারনা আবার দূরত্ব বেড়েছে তাঁদের। দেবের একটি মন্তব্যে যে শুভশ্রী অত্যন্ত বিরক্ত এবং অপমানিত তা তিনি নিজের মুখে বলেছেন। সরাসরি এই কথা না বললেও দেবের সঙ্গে আর কাজ করবেন কিনা তা নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন। এত বছর পর দেব-শুভশ্রীকে দেখে অনুরাগীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা আবার যেন ক্রমশই কমছে। 

 


এই সময় যদি 'ধূমকেতু' হতো তাহলে কি শুভশ্রীকে কাস্ট করতেন প্রযোজক দেব? এই প্রশ্নের উত্তরে দেব বলেছিলেন, "সেটা পুরোটাই নির্ভর করছে।  শুভশ্রীর বিয়ে হয়েছে, দুই সন্তানের মা হয়েছে, আগের মতো সেই ইনোসেন্সটা আর নেই।" তাই এই চরিত্রে কাস্ট না করলেও অন্য চরিত্রে শুভশ্রীকে নিশ্চয়ই ভাবতেন তিনি। দেবের এই উত্তরে ক্ষুব্ধ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সরাসরি কোথাও না বললেও একটি সাক্ষাৎকারে শুভশ্রী বলেছেন এই ধরনের মন্তব্য কি করে কেউ করতে পারেন তা তার মাথায় আসছে না। এরপর শুভশ্রীকে প্রশ্ন করা হয় 'দেশু' জুটিকে আবার দেখা যাবে কিনা, শুভশ্রীর জবাব ছিল, "এই ব্যাপারে আমি জানিনা কারণ আমার মুখের মধ্যে সেই ইনোসেন্সটা এখন আর নেই, আমি তো দুই সন্তানের মা হয়ে গিয়েছি।" 

 


দেবকে কটাক্ষ করেই যে এই কথা বলেন শুভশ্রী তা একদম স্পষ্ট। তর্ক-বিতর্ক শুরু হয় দেব-শুভশ্রীকে ঘিরে। দেবকে নানা কুমন্তব্য করতে শুরু করেন শুভশ্রীর অনুরাগীরা। অনেকেই বলেন এই কথার মাধ্যমে মাতৃত্বকে অপমান করেছেন দেব, শুভশ্রীকেও অপমান করা হয়েছে। যদিও দেব এর আগেও বলেছেন 'ধূমকেতু ২' তাঁর মতে আর হওয়া উচিত নয়। কারণ এমন ছবি আর দ্বিতীয়বার হবে না, তাঁরা দু'জনেই অনেকটা বদলে গিয়ছছেন সেই কারণে শুধু 'ধূমকেতু'ই থাকবে।


অন্যদিকে প্রযোজক রাণা সরকার কথা দিয়ে দিয়েছেন যদি 'ধূমকেতু' বক্স অফিসে ৩০ কোটি পার করে,  তাহলে তিনি দেব-শুভশ্রী জুটিকে ফেরাবেন। বক্স অফিস অনুযায়ী ২১ কোটি পার করেছে 'ধূমকেতু'। হাতে আর মাত্র কয়েক দিন, এত বিতর্কের পর তবে কি আর এই জুটিকে ফেরাতে পারবেন? প্রযোজক রাণা সরকার বলেন, "দেব নিজেও কিন্তু বলেছিলেন যে আমিও হয়তো আর করতে পারব না। কথাটা বোঝার ক্ষেত্রে কোনও ভুল হচ্ছে, দেব বা আমি ইচ্ছে করে কাউকে আঘাত করিনি তবুও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমাপ্রার্থী। তবে শুভশ্রীর সঙ্গে আমার কথা হয়েছে, এইবার স্পেশাল স্ক্রিনিংয়ে আসতে না পারলেও কোনও না কোনওবার নিশ্চয়ই আমরা দু'জনকে একসঙ্গে দেখতে পাব। সোশ্যাল মিডিয়ার কথাকে যদি এত গুরুত্ব দেওয়া হয় তবে এরপর সোশ্যাল মিডিয়ার জন্যই ছবি বানানো হবে সেখানেই মুক্তি দেওয়া হবে।"

 

আরও পড়ুন: ইডির সমন গেল অঙ্কুশ হাজরার কাছে! বিরাট জালিয়াতির মামলায় জড়িয়ে পড়লেন অভিনেতা

 


শেষে আবার রাণা সরকার বলেন, "আমি আবারও জোর গলায় বলছি দেব-শুভশ্রী আসবে বারবার শুধু একবার নয়।" তবে এর পাশাপাশি দেব-শুভশ্রী অনুরাগীদের জন্য সুখবর, বাংলাদেশে মুক্তি পেতে পারে ছবি, সেই কারণে এদিন হাইকমিশনে গিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করেন প্রযোজক রাণা সরকার।