টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
গুরুতর অসুস্থ বিজয় দেবরকোন্ডা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। কিছুদিন পরই তার নতুন সিনেমা মুক্তি পাবে। আর এ মুহূর্তে অসুস্থ হলেন তিনি। ফলে মানসিক ও শারীরিক উভয়ভাবেই বিপাকে পড়লেন দক্ষিণী এই তারকা। খবর, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা বিজয়। শরীর ভীষণ দুর্বল। দিন দুয়েক আগে এ কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন। তবে সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এদিকে কিছুদিন পরই বিজয় অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘কিংডম’ মুক্তি পাবে। বর্তমানে এর প্রচারণা নিয়ে ব্যস্ত সিনেমা সংশ্লিষ্টরা। কিন্তু এমন সময় অসুস্থ হয়ে পড়লেন তিনি। যদিও সিনেমার টিমের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিংডম’। স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতে প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে এই ছবিটি।
প্রয়াত কনি ফ্রান্সিস

আমেরিকান সঙ্গীত জগতের এক উজ্জ্বল কণ্ঠ চিরতরে নীরব হয়ে গেল। ‘স্টুপিড কিউপিড’, ‘প্রিটি লিটল বেবি’, ‘হু’স সরি নাউ’-এর মতো হিট গান দিয়ে লক্ষ লক্ষ হৃদয়ে ঝড় তুলেছিলেন কনি ফ্রান্সিস। ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন সুরের জগতের নক্ষত্র। কিন্তু ২ জুলাই তিনি ফেসবুকে লিখেছেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি লেখেন, ‘আমি আবারও হাসপাতালে আছি। আমার শরীরে চরম যন্ত্রণার কারণ খুঁজে বের করতে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’ ৪ জুলাই তিনি জানান যে আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে ভাগ করে বন্ধু রন রবার্টস লিখেছেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতে মারা গেছেন। আমি জানি, কনি চাইতেন তাঁর ভক্তরাই এই দুঃসংবাদ সবার আগে জানুক।’ তাঁর রেকর্ড বিক্রি ছাড়িয়েছে ২০০ মিলিয়নের বেশি। ১৯৫৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে তাঁর ৫০টির বেশি গান যুক্তরাষ্ট্রের চার্টে স্থান পায়। কনি ফ্রান্সিস ইতালিয়ান, জার্মান, স্প্যানিশ, ফরাসি, হিব্রু, এমনকি জাপানি ভাষায়ও গান রেকর্ড করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর জনপ্রিয়তা এতটাই ব্যাপক ছিল যে জার্মানি, ইতালি ও জাপানের মতো দেশে তাঁর গান অনেক সময় যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: 'আমার যোনি, আমার সন্তান..,' মেয়ের প্রথম জন্মদিনে এ কী বললেন রিচা চাড্ডা? কটাক্ষের ঝড় নেটপাড়ায়
একসঙ্গে রণবীর-শ্রীলীলা-ববি

রণবীর সিং-এর 'ধুন্ধধর' নিয়ে চলছে ব্যাপক চর্চা। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি রণবীর। তবে এর মাঝেই নতুন ছবির খবর এল। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবার পর্দায় একজোট হতে চলেছেন রণবীর সিং ও ববি দেওল। এই ছবিতে নায়িকার চরিত্রে নাকি ভাবা হয়েছে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন। আদ্যপান্ত কমার্শিয়াল ছবি হতে চলেছে এটি। এই প্রথমবার তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় আছেন অনুরাগীরাও। যদিও এখনও পর্যন্ত এই ছবি আলোচনার পর্যায়ে রয়েছে বলেই জানা যাচ্ছে।
