সদ্যই হইচই প্ল্যাটফর্মে স্ট্রিম করা শুরু হয়েছে 'কার্মা কোর্মা'। এই সিরিজে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সোহিনী সরকারকে। তারপরই, নায়িকাকে নিয়ে বিশেষ পোস্ট লিখলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। জানালেন সোহিনী নাকি 'রূপ' বদল করেন। কিন্তু কেন এমন দাবি করলেন? 

প্রতিম ডি গুপ্ত এদিন সমাজমাধ্যমে 'কার্মা কোর্মা' সিরিজ থেকে সোহিনী সরকারের চরিত্র ঝিনুকের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে প্রশংসা করেই জানালেন, অভিনেত্রী রূপ বদলে দারুণ পারদর্শী। জানান এই সিরিজে ঝিনুক চরিত্রটি তিনি সোহিনীর কথা ভেবেই লিখেছেন। অভিনেত্রীর তারিফ করে পরিচালক এদিন লেখেন, 'একটা ছোট্ট আলাপ দিয়ে সবটা শুরু হয়েছিল। আরও ভাল করে বলল পাঁচ দিন। আমি সোহিনীর সঙ্গে প্রথম কাজ করি রান্নাবাটিতে। দারুণ গ্ল্যামারে মোড়া রীতা রায়ের চরিত্র, একজন হাই-সোসাইটি রান্নার শিক্ষক, যিনি তাঁর রান্নার উপাদানকে বিলের তুলনায় ভাল জানেন। মাসখানেক পর আমি একাধিক পরতযুক্ত মুখ্য চরিত্র লিখলাম, নাম ঝিনুক। আর এই চরিত্রটি আমি সোহিনীর জন্যই লিখেছি।' প্রসঙ্গত, প্রতিম ডি গুপ্তর পরিচালনায় সোহিনী সরকারকে 'রান্নাবাটি' ছবিতে দেখা গিয়েছে। নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল সেই ছবিটি। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল, ভাল ব্যবসাও করেছিল। এর মাসখানেকের মধ্যেই ডিসেম্বরের মাঝামাঝি সময় হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেল পরিচালকের প্রথম সিরিজ কার্মা কোর্মা। এখানেও মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী। 

প্রতিম এদিন সোহিনীর প্রশংসা করে লেখেন, 'ঝিনুকের চরিত্রে সোহিনীকে দেখতে পাওয়া এক অন্যরকমের অভিজ্ঞতা। ওর হাসি, কান্না যেন রান্নাঘরের তাকে রাখা কোনও উপাদান। নরম, ভীতু প্রকৃতি থেকে পলকের মধ্যে সাহসী, শক্তিশালী চরিত্রে দারুণ সহজভাবে নিজেকে বারবার বদলেছে। দারুণ ঝকঝকে রীতা রায় থেকে রুক্ষ, দৃঢ় চরিত্রের ঝিনুক- সোহিনী তুমি দারুণ রূপ বদল করতে পারো। ধন্যবাদ আমার কথাগুলোকে প্রাণ দেওয়ার জন্য, এই সিরিজে হৃদয় হওয়ার জন্য।' প্রসঙ্গত, কিছুদিন আগে পরিচালক কল্পন মিত্রকে নিয়েও একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন এই সিরিজের হাত ধরে অভিনেতার তোপসের গণ্ডি পেরিয়েছেন।

প্রসঙ্গত 'কার্মা কোর্মা' থ্রিলার ঘরানার সিরিজ, এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী এবং সোহিনী সরকার। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে কল্পন মিত্রকে।  প্রসঙ্গত, সোহিনী সরকার এবং ঋত্বিক চক্রবর্তী দু'জনেই এর আগে প্রতিম ডি গুপ্তর 'রান্নাবাটি' ছবিতে কাজ করেছেন।