নিজস্ব সংবাদদাতা: দোলের দিন আবির মেখে কাছাকাছি সোনামণি সাহা এবং প্রতীক সেন। সেই ছবির সঙ্গে আবার শোনা যাচ্ছে মানানসই গান 'তুজমে রাব দিখতা হ্যায়'। সোনামণি ও প্রতীকের জীবনে কি তবে লাগল নতুন করে বসন্তের রং? ছবি দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা।

 


বসন্ত উৎসবে আবারও কাছাকাছি প্রিয় 'শঙ্খ-মোহর' জুটি। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বহুদিন পর একে অপরের সঙ্গে দেখা হয় এমনটাই জানিয়ে ছিলেন প্রতীক। সেখান থেকেই আবার কথা শুরু। এর আগে শোনা গিয়েছিল সোনামণি এবং প্রতীকের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও মাঝে দূরত্ব তৈরি হয়। 

 


তারপর দু'জনেই ব্যস্ত হয়ে পড়েন ভিন্ন ধারাবাহিকে। একসঙ্গে আর দেখা যায়নি সোনামণি-প্রতীককে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায়। সেখান থেকেই সম্পর্কের বরফ গলা শুরু। তবে এবার সকলকে অবাক করে দিয়ে দোলের দিন আবির মেখে সমাজমাধ্যমে প্রতীকের সঙ্গে ছবি ভাগ করে নিলেন সোনামণি। 

 

ছবিতে স্পষ্ট একে অপরকে আবিরে রাঙিয়েছেন
সঙ্গে কাটায়েছেন একান্ত সময়। এই ছবির সঙ্গে শোনা যাচ্ছে একটি প্রেমের গান, একে অপরের জীবনে আসলে কোন জায়গায় আছেন, তা যেন ভালমত বুঝিয়ে দিচ্ছে এই রোমান্টিক গান। পুরনো তিক্ততা ভুলে কি ফের কাছাকাছি আসলেন এই জুটি? 

 

প্রসঙ্গত, দু'জনকেই স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে। 'শুভ বিবাহ'-এ 'সুধা'র চরিত্রে নজর কাড়ছেন সোনামণি। অন্যদিকে,'উড়ান'-এর 'মহারাজ' হয়ে দর্শকের ভালবাসা কুড়িয়েছেন প্রতীক। তবে শেষ হচ্ছে 'উড়ান'-এর পথ চলা। হয়ে গিয়েছে শেষ দিনের শুটিংও। দোলের দিন 'শঙ্খ-মোহর' জুটিকে আরও একবার দেখে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনুরাগীরা।