আজকাল ওয়েবডেস্ক: তাঁর গলা শুনলে বাঁধ মানে না চোখের জল। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণার গানে তিনি বারবার ছুঁয়ে যান শ্রোতাদের আত্মা। আর সেই কারণেই আজ তিনি দেশের সেরা গায়কদের তালিকার শীর্ষে। হ্যাঁ, কথা হচ্ছে অরিজিৎ সিং-কে নিয়ে। তবে তাঁর কণ্ঠের জাদুতে যেমন মন্ত্রমুগ্ধ দেশবাসী, তেমনই তাঁর শো-পিছু পারিশ্রমিক শুনে চমকে উঠছেন অনেকেই।
 
 
 একটি অনুষ্ঠান করতে কত টাকা নেন অরিজিৎ? সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত পরিচালক মন্টি শর্মা প্রকাশ্যে এনেছেন সেই তথ্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, অরিজিৎ সিং এখন এক-একটা লাইভ পারফরম্যান্সের জন্য নিচ্ছেন প্রায় ২ কোটি টাকা! একটি হিন্দি সংবাদসংস্থা-কে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিচারণা করে মন্টি বলেন, “অরিজিৎ আগে যখন আমার সঙ্গে কাজ করত, ছ'ঘণ্টা ধরে স্টুডিওতে বসে থাকত। এখন কেউ যদি ওকে শো-তে চায়, ২ কোটি টাকার চেক কেটে দিতে হয়। বিনা প্রশ্নে।”
 
 আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
 
 সময়ের সঙ্গে বদলেছে সংগীতের হিসেবনিকেশ। স্বীকার করে নিয়েছেন মন্টি। একটি সময় ছিল, যখন গান মানেই অর্কেস্ট্রা, ৪০টা ভায়োলিন, বহু যন্ত্রশিল্পী, আর বাজেট? মাত্র ২-৩ লক্ষ টাকা! কিন্তু সেই ছবি এখন অতীত। মন্টি জানান, “যখন প্রথম দিকে আমার নাম একটু ছড়িয়ে পড়তে শুরু করে, তখন প্রতি গান পিছু ৩৫ হাজার টাকা নেওয়া শুরু করি। তবে আজকের দিনে গান তৈরি করতে খরচ হচ্ছে ১৫-২০ লক্ষ টাকা, আর সেই গান থেকে লাভের ৯০ শতাংশ তুলে নিচ্ছে অডিও কোম্পানিগুলি।”
 
 আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
 
 আগে মানুষ কেবল টেলিভিশন কিংবা রেডিয়োতে গান শুনতে পারেন। ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মের দৌলতে আজ গান পৌঁছে যাচ্ছে কোটি মানুষের হাতে। ফলে তার কদর ও মূল্য দু’ই আকাশ ছুঁয়েছে। মনে করেন মন্টি।
 
 
সদ্য কোন কোন গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ? মোহিত সূরির ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’র গান ধুন ইতিমধ্যেই ভাইরাল। মেট্রো ইন দিনো-র জন্য গাওয়া অরিজিতের ‘জমানা লাগে’, ‘মৌসম’, ‘কায়দে সে’ গানগুলোয়ও জনপ্রিয়তার শীর্ষে। এ ছাড়াও, ‘ওয়ার ২’-র ‘আভান জাভান’ গানে আবারও চমক দিয়েছেন তিনি। গানের দৃশ্যে রয়েছেন হৃতিক রোশন ও কিয়ারা আদবানি।
 
 সবমিলিয়ে অরিজিতের গান কেবল শ্রুতিমধুরই নয়। গানগুলি মানুষের মন জয় করে। অরিজিৎ সিং সেই গানের শব্দের ভেতর দিয়ে হৃদয় স্পর্শ করেন। তাই হয়তো তাঁর গানে যেমন আবেগ আছে, তেমনই বাজারে তার দামও আকাশছোঁয়া। তবে সব শেষে বলে রাখা ভাল, এর উল্টো ছবিও আছে। বাংলা ছবি মানবজমিন-এর মন রে কৃষিকাজ জানো না গানটি অরিজিৎ গেয়েছেন মাত্র ১ টাকার বিনিময়ে।
