সংবাদ সংস্থা মুম্বই: একসময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। বলিউড থেকে টলিউড। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যকে নিয়ে। বলিউডে বিস্তর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি, এআর রহমানের সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন গায়ক। নিজের কেরিয়ারে একবারই মাত্র রহমানের সুরে গান গেয়েছিলেন অভিজিৎ। গানের নাম অ্যায় ‘নাজনিন শুনো না’। ছবির নাম ‘দিল হয় দিল মে ছবির’। রহমানকে কটাক্ষ করে অভিজিৎ জানান, রাতবিরেতে উদ্ভট সময়ে কাজ করাটা সবসময় শিল্পের দোহাই বলে চালানো যায় না! মেনে নেওয়াও যায় না।
“এটা যে সময়ের কথা তখন মুম্বইয়ে অন্যতম ব্যস্ত গায়ক আমি। তৎকালীন বড়-বড় সব সুরকারদের থেকে অবিরত কাজে রপ্রস্তাব পাচ্ছি। দিনভর এদিক-ওদিক ছুটতে হয় গান রেকর্ডিংয়ের জন্য। সেই সময় রহমানের তরফে আমাকে যোগাযোগ করা হয়। গিয়েছিলাম সেই ডাক পেয়ে। এবং শুরু করলাম হোটেলে অপেক্ষা করা। সারাদিন কেটে গেল, আমি অপেক্ষা করতেই থাকলাম। কাঁহাতক আর ভাল লাগে। একসময় মনে হল, এরকম করে আর চলতে পারে না। রাত বেড়ে যাওয়াতে গিয়ে শুয়ে পড়েছিলাম এই ভেবে যে সকালে রেকর্ডিং করে নেওয়া যাবে। শেষমেশ ডাক এল রাত ২টোর সময়! আমি তখন ভেবেছিলাম পাগলামো চলছে নাকি? যাই হোক, সেই ডাক পেয়ে যাইনি। পরদিন সকালেই গিয়েছিলাম। কিন্তু তখন আর রহমান ছিলেন না। মোট কথা, দিনের সাধারণ কাজের সময়ে ও কাজ করে না। কিন্তু তাই বলে গভীর রাতে শিল্পের দোহাই দিয়েও তো আর গান রেকর্ড করতে কাউকে ডাকা যায় না। তাই না?”
যাই হোক, অভিজিৎ আরও জানান, রহমানের প্রধান সহকারী সেদিন এই কাজ সামলানোর দায়িত্বে ছিলেন। রহমান নিজে একটিবারের জন্যেও হাজির হননি। অভিজিতের মতে অস্কারজয়ী সুরকারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা একেবারেই ‘সুরেলা’ ছিল না।
