নিজস্ব সংবাদদাতা: 'দেশের মাটি'র পর ফের জুটিতে তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে। সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। পরিচালনায় কিরণ ধর। বাংলা টকিজের ব্যানারে আসছে এই ধারাবাহিক।
গল্পে নায়িকা 'আলো' ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয় পত্রিকা'র সম্পাদক 'উদয়ন সিংহ রায়'-এর পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা 'রুদ্র সিংহ রায়'-এর স্ত্রী । সংসারের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর তাঁর। প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তার প্রতি কোনও নজর নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।
তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কী পূরণ হবে? এই গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক।
পায়েল দের কথায়, "বহুদিন পর মুখ্য চরিত্রে। এই চরিত্রটা আমাদের প্রত্যেকের খুব চেনা। কিন্তু গল্পের আসল রসদ 'আলো'র স্বপ্নপূরণের লড়াইয়ে। পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করাই যে একজন মেয়ের সারাজীবনের ধর্ম নয়, সেই সত্যিই দেখানো হবে ধারাবাহিকে।"
তথাগত বলেন, "আমার অভিনীত চরিত্রটি বেশ গম্ভীর। পরিস্থিতির চাপে নিজের শখ আহ্লাদ ভুলতে বসা আর পাঁচটা সাধারণ পরিবারের ছেলের মতোই। পরিবারের চাপে বিয়ে করার ফলে স্ত্রীর মর্যাদা কোনওদিন ঠিক করে দিতে পারেনা। কারণ 'আলো' স্বল্প শিক্ষিত। কিন্তু স্ত্রীর জীবনের লড়াইয়ে কী পাশে থাকবে সে? এই উত্তর মিলবে ধারাবাহিকে।"
