নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'নিম ফুলের মধু' প্রতি সপ্তাহে দারুণ ফল করছে টিআরপি তালিকায়। প্রায় প্রতি সপ্তাহেই 'বাংলা সেরা'র তকমা পায় 'পর্ণা'-'সৃজন'-এর গল্প। প্রতি সপ্তাহে নতুন মোড় এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এবার গল্পে এল বড় টুইস্ট। 'পর্ণা' নাকি আত্মঘাতী হয়েছে। চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। 

ওই প্রোমোতে দেখানো হচ্ছে, 'ইন্দ্রকুমার','পর্ণা'র বিরুদ্ধে মান হানির মামলা করে। যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে 'পর্ণা'। তার মৃত্যুতে ভেঙে পড়ে বাড়ির সবাই। 'পর্ণা'র মৃতদেহ শ্মশানে নিয়ে আসা হয় আর তাকে ঘিরে কাঁদতে দেখা যায় 'সৃজন' আর 'বর্ষা'কে। ইতিমধ্যে সাংবাদিকরা খবরও করেন তার মৃত্যু সংবাদ নিয়ে। 

তাহলে সত্যিই কি মারা গেল গল্পের নায়িকা? একেবারেই না। আসলে 'ইন্দ্রকুমার'কে ফাঁসাতে এটাই নতুন প্ল্যান 'পর্ণা'র। 'পর্ণা' এই প্ল্যানে তাকে সাহস যোগায় 'সৃজন','বর্ষা'ও। এইভাবেই কী আসল অপরাধীর মুখোশ খুলে দিতে পারবে 'পর্ণা'? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? এখন তা জানতে উৎসুক দর্শক মহল। 

প্রসঙ্গত, 'নিম ফুলের মধু' দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের হাত থেকে মোটেই রেহাই পায়না। তাই নতুন এই প্রোমো সামনে আসতেই 'পর্ণা' মেকআপ করা মৃতদেহ নিয়ে কটাক্ষের মুখে পড়েছে জি বাংলা। যদিও এই প্রোমো ঘিরে উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। তাই ধারাবাহিকের নতুন এই মোড় টিআরপি তালিকায় দারুণ প্রভাব ফেলবে, সেই আশায় সিরিয়াল প্রেমীরা।