মা হলেন পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডা ও পরিণীতির কোল আলো করে এল পুত্র সন্তান। মা হওয়ার খবর সমাজমাধ্যমে কয়েক মাস আগেই ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান জন্মের খবরও জানিয়ে দিলেন এই তারকা জুটি।

আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে ফিরে এসে প্রথমবার স্ফীতোদর সামনে এনেছিলেন পরিণীতি। তখনই নেটিজেনরা বুঝেছিলেন আর বেশিদিন বাকি নেই পরিণীতির সন্তানের জন্ম দিতে। সন্তানের জন্মের আগে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি। রাঘব চাড্ডার আদি বাড়ি দিল্লিতে। তাই দম্পতির প্রথম সন্তান যেন দিল্লিতেই জন্মগ্রহণ করে, এমনটাই চেয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: হাতে হাত, চোখে প্রেম! বাগদানের পর প্রথমবার একসঙ্গে কোথায় ধরা দিলেন হুমা কুরেশি ও রচিত সিং?
চলতি বছর অগস্ট মাসে পরিণীতি এবং রাঘব যৌথভাবে জানিয়েছিলেন, তাঁদের প্রথম সন্তান আসার কথা। নিজের পডকাস্ট চ্যানেলে, সমাজমাধ্যমে কেকের ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। কেকের উপর লেখা ছিল ১+১= ৩। তার নীচেই ছিল একজোড়া ছোট্ট পায়ের ছবি। অর্থাৎ, দুই সদস্য থেকে তাঁদের পরিবার ৩ হতে চলেছে।
মুম্বইয়ে সংসার পাতলেও পরিণীতির শ্বশুরবাড়ির সকলে থাকেন দিল্লিতে। রাঘবের কর্মস্থলও দিল্লি। তাই বিয়ের পর থেকে মুম্বই-দিল্লি যাওয়া আসা করতেন অভিনেত্রী। রাঘবকেও সুবিধা অনুযায়ী যাতায়াত করতে হতো। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর তা আর সম্ভব হয়নি। গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস রাঘবের সঙ্গে মুম্বইয়ের বাড়িতেই ছিলেন পরিণীতি। তবে ধনতেরস, দিওয়ালি উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে গতকালই রাঘবের সঙ্গে শ্বশুরবাড়ি দিল্লি উড়ে গিয়েছিলেন ‘পরি’। তারকা দম্পতির প্রথম সন্তান সেখানেই জন্ম নেবে বলে স্থির হয়েছিল, আর ঠিক সেটাই হল।
২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পেশাগত দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘আমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। এবার দুই থেকে তিন হওয়ার খবর নিজেরাই ভাগ করে নিলেন তারকা দম্পতি।
