নিজস্ব সংবাদদাতা: একটানা ১২ সপ্তাহ ধরে 'বাংলা সেরা'র খেতাব জিতল জি বাংলার 'পরিণীতা'। চলতি সপ্তাহে 'পারুল-রায়ান'-এর জুটি পেল ৭.০। নম্বর খানিকটা কমলেও টিআরপিতে রেকর্ড গড়ল এই মেগা‌। দ্বিতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ৬.৮ নম্বর পেয়ে এই জায়গা দখল করেছে 'জগদ্ধাত্রী' ও 'ফুলকি'। 

 


তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'পরশুরাম'। পেয়েছে ৬.৫ নম্বর। শুরু থেকেই বাজিমাত করছে এই ধারাবাহিক। 'সেরার সেরা'র দৌড়ে একটু একটু করে এগিয়ে আসছে। ৬.৩ নম্বরে তৃতীয় স্থানে রয়েছে 'রাঙ্গামতি তীরন্দাজ'। পঞ্চমে 'চিরদিনই তুমি যে আমার'। জিতু-দিতিপ্রিয়ার জুটি এই সপ্তাহে পেয়েছে ৬.০। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করেছেন দর্শক। 

 


অন্যদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক। ৫.৯ নম্বরে এই জায়গায় রয়েছে 'কথা' ও 'গৃহপ্রবেশ'। সপ্তমেও রয়েছে জোড়া মেগা। 'গীতা এলএলবি' ও 'চিরসখা' যৌথভাবে পেয়েছে ৫.৭। শত চেষ্টা করেও নিজের পুরনো জায়গায় ফিরতে পারছে না 'কোন গোপনে মন ভেসেছে'। চলতি সপ্তাহে অষ্টমে এই মেগা। প্রাপ্ত নম্বর ৫.৪। নবমে 'রোশনাই'-এর সঙ্গে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। দুই মেগার প্রাপ্ত নম্বর ৫.১। ৪.৮ পেয়ে দশমে 'শুভ বিবাহ'। চলতি সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে 'সুধা-তেজ'-এর গল্পের। তবে তাদের জুটির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। 

 


অন্যদিকে, রিয়্যালিটি শো 'দিদি নং ওয়ান'কে লড়াইয়ের ময়দানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সদ্য শুরু হওয়া 'ডান্স বাংলা ডান্স'। চলতি সপ্তাহে দুই শোয়ের নম্বরের ফারাক খুবই সামান্য। 'দিদি নং ওয়ান'-এর ঝুলিতে রয়েছে ৪.৯। এদিকে, 'ডান্স বাংলা ডান্স' পেয়েছে ৪.৬।