নিজস্ব সংবাদদাতা: একের পর এক সিরিজে দর্শকের মন জিতেছেন পরিচালক অরিত্র সেন। যদিও তাঁর প্রথম ছবি 'ঘরে ফেরার গান'ও একইভাবে দর্শকের থেকে ভালবাসা পেয়েছে। দ্বিতীয় ছবিও ইতিমধ্যেই শেষ করেছেন অরিত্র। ছবির নাম 'প্রান্তিক'। মুখ্য চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় ও অনির্বাণ চক্রবর্তীকে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক সেন ও রানা বসু ঠাকুর।

 

 

গল্পে ‘প্রান্তিক’ এই শহরেই থাকে। বাড়ি থেকে খুব চেয়েছিল ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে কিন্তু সে হিউম‌্যানিটিজ নিয়ে পড়াশোনা করে পরিবারের অনিচ্ছা সত্ত্বেও। বিদেশ যাওয়ার সুযোগ আসে, কিন্তু ঘটনাচক্রে যেতে পারে না। তারপর এই শহরেই শুরু হয় প্রান্তিকের জীবনযুদ্ধ। এমন সময় পরমব্রত অভিনীত চরিত্রের সঙ্গে তার দেখা হয়। পরমব্রত বুঝতে পারে প্রান্তিকের আশ্চর্য ক্ষমতা আছে– ফুটবল ম‌্যাচ দেখে ফলাফলের ভবিষ‌্যদ্বাণী করার বিষয়ে। প্রান্তিকের এই গোপন প্রতিভাকে ব‌্যবহার করতে চায় পরমব্রতর চরিত্রটি। কিন্তু কীভাবে?  সেটা গল্প এগোলে জানা যাবে।

 

 

গল্পের প্রতিটি চরিত্রই যেন নিজের মতো করে গল্পের সঙ্গে মিশবে। সঙ্গে ছবিতে থাকবে দারুণ মোড়। পারিবারিক ধারার এই ছবির শুটিং শেষ হয়েছে বহুদিন আগেই। এখন বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে 'প্রান্তিক'।