নিজস্ব সংবাদদাত: 'ডোডোদা' হিসাবে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা অর্পণ ঘোষাল। স্টার জলসার 'মেয়েবেলা' ধারাবাহিকে অভিনয়ের সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এরপর পা রাখেন বড়পর্দায়।অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ‘অথৈ' ছবির মাধ্যমে। মঞ্চে ‘অথৈ’-এ অভিনয় করছেন অর্পণ ৭-৮ বছর ধরে। সেই ‘মাইকেল ক্যাসিয়ো’ তথা ‘মুকুল’ চরিত্রেই অভিনয় করলেন বড় পর্দায়। ছবির পাশাপাশি অর্পণ অভিনীত চরিত্রটি যথেষ্ট প্রশংসিত হয় সমালোচক মহলে। খবর, বড়পর্দায় সাফল্য পেয়েও ফের ছোটপর্দায় ফিরছেন এই অভিনেতা।
শোনা যাচ্ছে, কালার্স বাংলার এক নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্পণ। তিন মাসের গল্প নিয়ে শুরু হচ্ছে ওই বিশেষ ধারাবাহিক অর্থাৎ তিন মাস করে দেখানো হবে এক একটি গল্প। এরকমই একটি গল্পে অভিনয় করছেন 'অথৈ'-এর মুকুল।
প্রসঙ্গত, বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অর্পণ। কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকে প্রথমবার ছোটপর্দায় দেখা যায় অর্পণকে। এরপর স্টার জলসার 'মেয়ে বেলা'য়। তবে অজ্ঞাত কারণে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। 'মেয়েবেলা'র সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে কোনওদিন মুখ খোলেননি 'ডোডোদা'।
উল্লেখ্য, ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে ওয়েব সিরিজ- বিভিন্ন মাধ্যমে অভিনয় করলেও মঞ্চই প্রথম ভালবাসা অর্পণের। অভিনেতা জানিয়েছিলেন অভিনেতা-পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের কাছেই তাঁর অভিনয় শিক্ষা। মাঝে ছোটপর্দা থেকে বিরতির পর মঞ্চে অনেকটা সময় দিয়েছেন অর্পণ। এছাড়াও দর্শকেরা অর্পণকে দেখেছেন 'অথৈ'তে।
এক সাক্ষাৎকারে অর্পণ জানিয়েছিলেন, মঞ্চে ভালমতো অভিনয় করার জন্যই ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। অবশেষে কালার্স বাংলার এই ধারাবাহিকে ফিরছেন অর্পণ। চ্যানেল কর্তৃপক্ষ থেকে তা নিশ্চিত করা না হলেও শোনা যাচ্ছে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে ধারাবাহিকের প্রি প্রোডাকশনের কাজ।
উল্লছখ্য, সম্প্রতি শেষ হয়েছে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিক। সম্ভবত সেই সময়ই দেখা যেতে পারে অর্পণ অভিনীত এই নতুন ধারাবাহিক। টলিপাড়ার অন্দরের খবর, তিন মাসের গল্পের এই ধারাবাহিকগুলোয় দেখা যেতে চলেছে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে। এমনিতেই এখন বহু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই তাই এই নতুন ধারায় তৈরি এই ধারাবাহিক দর্শকেরা নিশ্চয়ই পছন্দ করবেন বলেই আশা নির্মাতাদের।
শোনা যাচ্ছে, কালার্স বাংলার এক নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্পণ। তিন মাসের গল্প নিয়ে শুরু হচ্ছে ওই বিশেষ ধারাবাহিক অর্থাৎ তিন মাস করে দেখানো হবে এক একটি গল্প। এরকমই একটি গল্পে অভিনয় করছেন 'অথৈ'-এর মুকুল।
প্রসঙ্গত, বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অর্পণ। কালার্স বাংলার 'বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকে প্রথমবার ছোটপর্দায় দেখা যায় অর্পণকে। এরপর স্টার জলসার 'মেয়ে বেলা'য়। তবে অজ্ঞাত কারণে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। 'মেয়েবেলা'র সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে কোনওদিন মুখ খোলেননি 'ডোডোদা'।
উল্লেখ্য, ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে ওয়েব সিরিজ- বিভিন্ন মাধ্যমে অভিনয় করলেও মঞ্চই প্রথম ভালবাসা অর্পণের। অভিনেতা জানিয়েছিলেন অভিনেতা-পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের কাছেই তাঁর অভিনয় শিক্ষা। মাঝে ছোটপর্দা থেকে বিরতির পর মঞ্চে অনেকটা সময় দিয়েছেন অর্পণ। এছাড়াও দর্শকেরা অর্পণকে দেখেছেন 'অথৈ'তে।
এক সাক্ষাৎকারে অর্পণ জানিয়েছিলেন, মঞ্চে ভালমতো অভিনয় করার জন্যই ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। অবশেষে কালার্স বাংলার এই ধারাবাহিকে ফিরছেন অর্পণ। চ্যানেল কর্তৃপক্ষ থেকে তা নিশ্চিত করা না হলেও শোনা যাচ্ছে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে ধারাবাহিকের প্রি প্রোডাকশনের কাজ।
উল্লছখ্য, সম্প্রতি শেষ হয়েছে কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিক। সম্ভবত সেই সময়ই দেখা যেতে পারে অর্পণ অভিনীত এই নতুন ধারাবাহিক। টলিপাড়ার অন্দরের খবর, তিন মাসের গল্পের এই ধারাবাহিকগুলোয় দেখা যেতে চলেছে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে। এমনিতেই এখন বহু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই তাই এই নতুন ধারায় তৈরি এই ধারাবাহিক দর্শকেরা নিশ্চয়ই পছন্দ করবেন বলেই আশা নির্মাতাদের।
