আজকাল ওয়েব ডেস্ক: বন্ধ হল তাঁর প্রেম জীবন নিয়ে সব জল্পনা। বলা ভাল, নিজেই সব ফিসফাস বন্ধ করলেন তিনি। তিনি, অর্থাৎ ব্র্যাড পিট। দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রেমন-এর সঙ্গে তাঁর সম্পর্কের খবরে সিলমোহর দিলেন 'ট্রয়'-এর নায়ক। ইনেসের হাতে হাত ধরে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা দেখতে হাজির হলেন তিনি।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত হওয়া ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবিশিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের উপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদারঙা ট্রাউজার্স এবং মানানসই স্নিকার্স। নজর কেড়েছে হলি-তারকার রোদচশমা এবং মাথায় ফোল্ট হ্যাট। অন্যদিকে, ছিমছাম নীলরঙা পোষাকে দেখা গেল ব্র্যাডের প্রেমিকাকে।
'ফাইট ক্লাব' অভিনেতার ঘনিষ্ঠ পরিসরের মধ্যে থেকে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করতে চলেছেন ব্র্যাড-ইনেস। এই খবর সত্যি হলে, আগামী মাসখানেকের মধ্যেই প্রেমিকাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন ব্র্যাড। আরও খবর, সেসব মিটলেই নাকি তড়িঘড়ি বসবে বিয়ের আসর।
প্রসঙ্গত, পেশায় একজন জুয়েলারি ডিজাইনার ইনেস। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত হওয়া ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবিশিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের উপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদারঙা ট্রাউজার্স এবং মানানসই স্নিকার্স। নজর কেড়েছে হলি-তারকার রোদচশমা এবং মাথায় ফোল্ট হ্যাট। অন্যদিকে, ছিমছাম নীলরঙা পোষাকে দেখা গেল ব্র্যাডের প্রেমিকাকে।
'ফাইট ক্লাব' অভিনেতার ঘনিষ্ঠ পরিসরের মধ্যে থেকে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করতে চলেছেন ব্র্যাড-ইনেস। এই খবর সত্যি হলে, আগামী মাসখানেকের মধ্যেই প্রেমিকাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন ব্র্যাড। আরও খবর, সেসব মিটলেই নাকি তড়িঘড়ি বসবে বিয়ের আসর।
প্রসঙ্গত, পেশায় একজন জুয়েলারি ডিজাইনার ইনেস। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
