নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় এবার বড়সড় রদবদল। বহুদিন পর নিজের জায়গা ফিরে পেল স্টার জলসার 'গীতা এলএলবি'। শুধু জায়গাই ফিরে পেল না, সবাইকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় একেবারে প্রথম স্থান দখল করল 'গীতা'। প্রাপ্ত নম্বর (৭.০)।


লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার দুই ধারাবাহিক। 'নিম ফুলের মধু' ও 'ফুলকি'র প্রাপ্ত নম্বর ৬.৮। তৃতীয় স্থানে রয়েছে 'এভি' আর 'গোবর দেবী'র কেমিস্ট্রি। মন দেওয়া নেওয়া থেকে সম্পর্কে টানাপোড়েনে ৬.৬ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে ৬.৫ নম্বরে রয়েছে 'উড়ান'।
পঞ্চমে আবারও জি বাংলার দুই ধারাবাহিক। 'কোন গোপনে মন ভেসেছে' আর 'জগদ্বাত্রী' যৌথভাবে পেয়েছে ৬.৪ নম্বর।


ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার 'শুভ বিবাহ'। প্রাপ্ত নম্বর ৬.৩। 'রোশনাই' রয়েছে সপ্তমে। 'আরণ্যক' আর 'রোশনাই' জুটির প্রাপ্ত নম্বর ৬.০। অষ্টমে ৫.৭ নম্বর পেয়ে রয়েছে 'বঁধুয়া'। 'মিঠিঝোরা' রয়েছে নমব স্থানে। ৫.৬ নম্বর পেয়ে টিআরপি তালিকায় এবারও দর্শকের মান রাখতে পারল না 'রাই','অনির্বাণ'। ৫.১ নম্বরে রয়েছে জি বাংলার 'ঘটকদিদি', 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'।


'পুবের ময়না', 'মালাবদল' সেভাবে নিজের জায়গা পাকা করতে না পারলেও নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে সেরা দশে আপাতত রয়েছে 'উড়ান', 'শুভ বিবাহ', 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'রোশনাই'।