নিজস্ব সংবাদদাতা: থ্রিলারের দুনিয়ায় ডুবে যেতে দর্শক এখন বেশি পছন্দ করেন। তাই সেই কথা মাথায় রেখেই আসছে একের পর এক রহস্যময় গল্প। 'প্ল্যাটফর্ম ৮'-এ আসছে রহস্যে মোড়া নতুন সিরিজ 'মরালি'। পরিচালনায় সৌভিক মন্ডল। পরিচালকের সঙ্গে সিরিজের চিত্রনাট্য লিখেছেন রাকেশ ঘোষ। অভিনয়ে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ সহ আরও অনেককে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। এবার সামনে এল প্রথম ঝলক।
গল্পে মা মরা মেয়ে ছোট্ট 'মরালি'। বাবা 'তাপস বাউরি'। বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের এক দরিদ্র ঠিকা কর্মী সে। খুব স্বল্প আয়ের মধ্যে সংসার চললেও, বাবা-মেয়ের ছিল সুখের জীবন।
হঠাৎই একদিন মরালিকে খুঁজে পাওয়া যায় না। রাতে বাড়ি ফিরে তাপস শুধু তার রক্তমাখা জামা খুঁজে পায়। এতটুকু মেয়ে না বলে কোথায় উধাও হয়ে গেল? তার কি কোনও ক্ষতি করেছে কেউ? তার মনের মধ্যে চলে হাজার দুশ্চিন্তার প্রশ্ন। গল্পের সুত্রপাত এখান থেকেই।
এদিকে 'পরমা মিত্র' কলকাতা পুলিশের সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলে কর্মরত। মেয়েকে নিয়েই তার জীবন কাটে।
গল্পের অন্য প্রান্তে রয়েছে 'অর্ণব রায়চৌধুরী'। নৃত্যশিল্পী অর্ণব এমন একজন মানুষ, যাকে সমাজ বাঁকা চোখে দেখে। শারীরিকভাবে পুরুষ হলেও ছোট থেকে তার মনপ্রাণ একজন নারী হয়ে উঠতে চায়। পরমার মেয়ে পাপড়ি, অর্ণবের ছাত্রী, এবং ফলস্বরূপ, গল্পের অগ্রগতির সাথে সাথে পরমা এবং অর্ণব ভাল বন্ধু হয়ে ওঠে।
এর মধ্যেই আইজি সিআইডি দিবাকর সান্যালের মারফত মরালির নিখোঁজ হওয়ার তদন্ত এসে পড়ে পরমার উপর। গল্পের পরতে পরতে রহস্যের উন্মোচন হতে থাকে। পরমা কি পারবে দোষীদের শাস্তি দিতে? সত্যের জয় হবে কি? এই প্রশ্নের উত্তর মিলবে সিরিজের গল্পে।
'পরমা'র চরিত্রে তনুশ্রীকে আরও একবার দেখা যেতে চলেছে সাহসী চরিত্রে। অন্যদিকে এই প্রথমবার বৃহন্নলা চরিত্রে সপ্তর্ষি মৌলিককে চেনা দায়। 'দিবাকর সান্যাল'-এর চরিত্রে রানা বসু ঠাকুর। এছাড়াও অভিনয়ে রয়েছেন আয়েশা ভট্টাচার্য,জ্যামি বন্দ্যোপাধ্যায়,জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়,শিঞ্জিনী চক্রবর্তী। কলকাতা ফিল্মসের ব্যানারে আসছে রহস্যময় সিরিজ 'মরালি'।
