নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ধারাবাহিক 'চিনি', টিআরপিতে ভাল ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে। দ্রোণ আর চিনির সম্পর্কের রসায়ন ধীরে ধীরে মনে ধরেছে সিরিয়াল প্রেমীদের। একের পর টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে। এবার এক ধাক্কায় সাত বছর এগিয়ে যেতে চলেছে গল্প।
সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, দ্রোণের থেকে আলাদা হয়ে গিয়েছে চিনি। অন্তঃসত্ত্বা ছিল চিনি, ইতিমধ্যেই ফুটফুটে এক মেয়ের জন্ম দিয়েছে সে। নাম রাখে ভগবতী। কিন্তু বাবার পরিচয় ভগবতীকে জানতে দেয়নি চিনি।
এরপর একদিন রাস্তা আটকে নাচ করতে দেখা যায় ছোট্ট ভগবতীকে। গাড়ির সামনে শোরগোল দেখে দ্রোণ নেমে এসে ধমক দেয় ভগবতীকে। সহবত শেখার কথাও বলে। জবাবে ভগবতী জানায়, সে তার বাবাকে দেখেনি, তাই কোনও ভাল গুণ শিখতে পারেনি। তার এই কথা শুনে মায়া হয় দ্রোণের। এরপর কী এক হবে বাবা-মেয়ে? নিজের মেয়েকে চিনতে পারবে দ্রোণ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
প্রসঙ্গত, প্রথমে এই সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছিল, নিয়তির টানে রায়চৌধুরী বাড়িতে হাজির হয় চিনি। প্রথমবার রায়চৌধুরীদের রাজপ্রসাদ বাড়ি দেখে অবাক হয়ে যায় সে। বাড়িতে আসতেই মনে পড়ে যায় তার আগের জন্মের কাহিনি। পুনর্জন্ম নিয়ে এগিয়েছে এই ধারাবাহিকের গল্প। এরপর ধীরে ধীরে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন উঠে আসে। এখন গল্পে নতুন এই টুইস্ট দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার।
