সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


অভিনেত্রী হওয়ার দৌড়ে নওয়াজ-কন্যা


অভিনেত্রী হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন নওয়াজ-কন্যা শোরা সিদ্দিকী। অভিনয়কেই আপাতত তাঁর ধ্যান জ্ঞান।একথা আর কেউ নয়, জানিয়েছেন স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকী স্বয়ং। বলা-অভিনেতা আরও জানান কীভাবে একান্ত চেষ্টায় স্কুলের অভিনয় দলে নিজেকে নথিভুক্ত করেছে শোরা। শুধু তাই নয়, এই বয়সেই নিয়মিত।বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখে সে।
অভিনেতা আরও জানান, তিনি কোনওদিন সেভাবে টের পাননি তাঁর মেয়ের অভিনয় প্রীতির কথা। সাম্প্রতিক সময়ে যখন জানতে পারলেন এবং দেখলেন অভিনয় নিয়ে মেয়ের ভালবাসা তখন আর পাঁচজন বাবার মতো তিনিও উৎসাহ দেওয়া শুরু করলেন মেয়েকে। শোরা যে এখন অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপে যায়, সেকথাও জানাতে ভুললেন না নওয়াজ। সম্প্রতি, 
সমাজমাধ্যমে মেয়ের অভিনয়ের একটি ভিডিও ভাগ করেছেন নওয়াজ। যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন। এমনকী এবার 'নেপোটিজম' যে সত্যিই সঠিক দিকে এগোচ্ছে, সেই কথাও তুলে ধরেন নেটিজেনরা।


আত্মহত্যা জনপ্রিয় মডেলের


মডেলিং জগতে মর্মান্তিক খবর। পুদুচেরিতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল জনপ্রিয় মডেল সান রেচ্যালের দেহ। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এই মডেল। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পুলিশ সূত্রে খবর, সান রেচ্যাল মডেলিং কেরিয়্যারের জন্য নিজের যাবতীয় সোনা বন্ধক রেখেছিলেন। ফলে টাকা পয়সার চাপ তাঁর উপর ছিলই। সম্প্রতি কয়েকটি ফ্যাশন শো আয়োজন করেছিলেন রেচ্যাল। সেই শো করতে গিয়েই নাকি ব্যাপক অর্থ ক্ষতি হয়েছে।‌ সেই কারণেই আত্মহত্যার পথ রাচেল বেছে নিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

 

আরও পড়ুন: ‘ওয়ার ২’তে হৃতিকের পাশাপাশি এবার বড়পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা-ও!

 

ফের অসুস্থ ক্যানসার আক্রান্ত দীপিকা!


চলতি বছরের মে মাসে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের দ্বিতীয় ধাপের লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম তাঁর ডেইলি ভ্লগে এসে সেই খবর শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। টানা ১১ দিন মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপিকা। এই গোটা সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব। এরপর অভিনেত্রীর জটিল অস্ত্রোপচার হয়। ১৪ ঘন্টার অস্ত্রোপচার শেষে বাড়ি ফেরেন দীপিকা। কিন্তু এরপর আবারও অসুস্থ অভিনেত্রী।অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। শোয়েব জানিয়েছেন, চিকিৎসা শুরু হলেও, সেই ভাবে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। কিন্তু এর মধ্যেই ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে শোয়েব বলেন, "আজ দীপিকার টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিন। দীপিকার মুখে একটা ক্ষত দেখা দিয়েছে হঠাৎই। যদিও চিকিৎসক আমাদের এই বিষয়ে সতর্ক করেছিলেন। এই সমস্যা থেকে দূরে থাকতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আমরা তা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব।"