নিজস্ব সংবাদদাতা: ফের নতুন পালক জুড়ল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির মুকুটে। রাখি গুলজারকে নিয়ে তাঁদের পরিচালিত আমার বস রাজ্যসভায় দেখানো হবে।  এই ছবির বিশেষ প্রদর্শন হবে রাজ্যসভায়। ৩ মে বেলা ১১টার সময় সংসদের গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। টলিউডে এই ঘটনা দ্বিতীয়। একই ভাবে রাজ্যসভাতেও। স্বভাবতই এই ঘটনায় আপ্লুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

 


তবে রাজ্যসভায় এই প্রথমবার তাঁদের ছবি প্রদর্শিত হচ্ছে না। এর আগে গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৩ মার্চ প্রদর্শিত হয়েছিল তাঁদের পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। জিএমসি বালাযোগী অডিটোরিয়ামে, সংসদ লাইব্রেরি ভবনেই দেখানো হয়েছিল এই ছবি। সেই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি দেখানো হয়েছিল রাজ্যসভায়। হাজির ছিলেন পরেশ রাওয়াল-নন্দিতা রায়। সেবারে বাংলা সংস্কৃতি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরেশ।

 


আগামী ৯ মে মুক্তি পাচ্ছে রাখি গুলজার অভিনীত ‘আমার বস’। রাখি গুলজার এই ছবির মাধ্যমে দু'দশক পরে বাংলা ছবিতে ফিরছেন রাখি। আরও ভাল করে বললে, দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন। ছবিতে রাখি ছাড়াও অন্যান্য মুখ্যচরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ‘আমার বস’-এ বাংলা ভাষার গুরুত্ব থাকবে। গল্প আবর্তিত হবে এক প্রকাশনা সংস্থাকে কেন্দ্র করে। ২০২৪-এর জানুয়ারি  কলকাতায় এসেছিলেন রাখি। টানা শুট করে গিয়েছিলেন এ শহরে।ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি।