সংবাদসংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক 'শক্তিমান'-এর প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই। 

 

সম্প্রতি, ইউটিউবে নিজের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন মুকেশ খান্না। এবং সেই ছোট্ট ভিডিও দেখেই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, মধ্যে ষাট পেরিয়ে কি বড়পর্দার জন্য ফের একবার ‘শক্তিমান’-এর পোশাক গায়ে তুলছেন মুকেশ খান্না? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং 'শক্তিমান'।

 

সমাজমাধ্যমে মুকেশ খান্না জানিয়েছেন, তিনি মোটেই বড়পর্দায় 'শক্তিমান' হিসাবে আসছেন না। 'ফিরছেন না' কথাটায় তাঁর বেশ আপত্তি কারণ তাঁর মতে এখনও পর্যন্ত তিনিই তো একমাত্র 'শক্তিমান'। এরপর তিনি আরও জানিয়েছেন, রণবীরের সঙ্গে তাঁর কোনও 'প্রতিযোগিতা' নেই। এমনকি তাঁর কোনও দায় নেই এটা প্রমাণ করার যে তিনি রণবীর কিংবা অন্য কোনও অভিনেতার থেকে 'ভাল' শক্তিমান! তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "এরকম কোনও ইচ্ছে তাঁর নেই। একটা ভুয়ো খবর রটেছে। আমিই আসল শক্তিমান, সেটাই বোঝাতে চেয়েছি মাত্র। তার মানে এই নয় যে, বড়পর্দাতেও আমিই অভিনয় করছি। আমিই যেহেতু শক্তিমান, তাই পরবর্তী লিগ্যাসি কীভাবে বহন করা হবে, সেটাও আমিই ঠিক করব। দ্বিতীয়ত, শক্তিমান-এর পোশাক পরে আমার এটা প্রমাণ করার দরকার নেই যে আমি রণবীর সিং বা অন্য কোনও অভিনেতার থেকে ভাল।" মুকেশ খান্না আরও জানান, রণবীর তাঁর অফিসে এসে ঘন্টা তিনেক বসেছিলেন স্বেচ্ছায়। তিনি জোরজবরদস্তি করেননি। রণবীরের স্বভাবের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কথায়।

 

?t=yP-0VGLqeZgqZtxEngEHKg&s=09

 

তাহলে কে হবেন বড়পর্দায় 'শক্তিমান'? সে জবাবও দিয়েছেন মুকেশ-" সে খোঁজ এখনও চলছে। কোনও নামী তারকাকেই শক্তিমানের চরিত্র করতে হবে এমন কোনও মানে নেই।"