সংবাদ সংস্থা মুম্বই: অন্যতম জরুরি পরিষেবা দমকল। এবার সেই দমকলকর্মীদের জীবন ও কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি হল 'অগ্নি'। দমকলকর্মীদের নিয়ে দেশের প্রথম ছবি 'অগ্নি'। পরিচালনায় শাহরুখ খানের 'রঈস' ছবিখ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়া। প্রযোজনায় ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।
সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। বড়পর্দায় নয়, এই ছবি মুক্তি পাবে এক প্রথম সারির ওটিটিতে। 'অগ্নি'তে মুখ্যভূমিকায় রয়েছেন প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু। এই নিয়ে দ্বিতীয়বার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন তাঁরা। প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'ম্যাডগাঁও এক্সপ্রেস'-এ। এই ওয়েব-ছবির ঝলক থেকেই পরিস্কার দমকল ও 'ফায়ার অপেরেটর' থেকে শুরু করে 'ফায়ার ফাইটার'- দমকলকর্মীদের কীভাবে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে নাম-যশের মোহ ছেড়ে কাজ করতে হয় অবিরত, সেই গল্পই বলবে 'অগ্নি'। অনেক সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে শরীর ঝলসে যাওয়া থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া নির্ভীক দমকলকর্মীদের গল্প তুলে ধরবে এই ছবি।
প্রতীক এবং দিব্যেন্দু ছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাইয়ামি খের, জিতেন্দ্র যোশী, সাই তামহঙ্কর, উদিত অরোরার মতো অভিনেতা-অভিনেত্রীদের। আগামী ৬ ডিসেম্বর থেকে নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু হবে 'অগ্নি'র।
এ ছবি সম্পর্কে রিতেশ সিধওয়ানি জানিয়েছেন, শুধুই দমকলকর্মীদের সাহস ও বীরত্বের কথা বলবে না 'অগ্নি'। পাশাপাশি তাঁদের নিজেদের মধ্যে বন্ধুত্ব, ভাতৃত্ববোধের এক মনভাল করা গল্প-ও উপহার দেবে এই ছবি।
