মিমি চক্রবর্তী। সাফল্য যাঁকে ঘিরে থাকে, আলোকবৃত্তের বাইরে নাকি সেই মেয়ে একা। টলিউড অন্তত তা-ই বলে। হাতে একগুচ্ছ কাজ। বক্স অফিসের হিসাবের নিরীখে সমসাময়িক অনেককে পিছনে ফেলে দিলেও নাকি মিমির জীবনে প্রেম-ভালবাসা আজও ব্রাত্য। যখন তাঁর সমসাময়িক অনেকেই সঙ্গী-সন্তান নিয়ে সংসার সাজিয়ে ফেলেছেন, তখন মিমি একাই সাজিয়েছেন নিজের জীবন। তাতে যদিও তাঁর কোনও আফসোস নেই। আরও একবার সেই কথাই যেন মনে করিয়ে দিতে চাইলেন নায়িকা।
সম্প্রতি একটি রিল শেয়ার করেছেন মিমি। টুকরো-টুকরো মন্তাজে ভেসে উঠেছে তাঁর সফরনামা। গানে-গানে সাজাননি সেই মুহূর্তদের। বেছে নিয়েছেন এমন এক অডিও যা নায়িকার বাস্তবকে শব্দে সাজিয়ে দিয়েছে। ইংরেজিতে সেখানে যা বলা হয়েছে, বাংলায় তার তর্জমা করলে দাঁড়ায়, ‘সব শক্তিশালী নারীর নেপথ্যে, এমন এক গল্প আছে, যা কেউ জানে না। এমন এক গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, এমন সব লড়াই লড়েছে, যা কারও চোখে পড়েনি। সেই গল্পে সে পৃথিবীর ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এত কিছু একা করার সময়ও সকলের পাশে থেকেছে সে। মানুষ ভাবে, এত সহজেই সে সব করে ফেলে কারণ সে শক্তিশালী। কিন্তু তারা সে সব রাতের কথা জানে না, যখন সে নিজেকে নিয়ে প্রশ্ন করে গিয়েছে। সেই সময়গুলোর কথা কেউ জানে না, যখন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষেরাই তাকে ঠকিয়েছে। সবাই নিশ্চুপ থেকেছে যখন তার কথা বলার প্রয়োজন ছিল। সে শক্ত হয়েছে, কারণ জীবন তাকে শক্ত হতে শিখিয়েছে। সে বুঝেছে জীবনে শুধু তুমিই তোমার পাশে থাকবে। সে বুঝেছে, নকল বন্ধু আসবে-যাবে। নিজের শান্তির জন্য নিজেকেই লড়তে হবে। সে বুঝেছে, তার কাছে যা নেই, সে তা অপরকে দিতে পারবে না। তাই সে যে ভালবাসা বিলিয়ে দিয়েছিল, সে তা এখন নিজেকে দেয়। সে নরক চাক্ষুষ করেও আবার উঠে দাঁড়িয়েছে।’
প্রেম থেকে বন্ধুত্ব, জীবনের পথ কখনওই মসৃণ ছিল না মিমির। মন ভেঙেছে বারবার। তবু ঘুরে দাঁড়িয়েছেন। সে কথা যেন নিজেকেও আরও একবার মনে করিয়ে দিলেন।
