সংবাদসংস্থা মুম্বই: 'বিগ বস ওটিটি ৩' নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কয়েকজন প্রতিযোগীদের নাম। শেহজাদা ধামি থেকে দিলজিৎ কৌর - বিনোদন জগতের অনেক জনপ্রিয় নাম এই রিয়্যালিটি শোয়ের মুখ হতে চলেছেন। তালিকায় রয়েছেন 'ইমলি' ধারাবাহিক খ্যাত সাই কেতন রাও। সূত্রের খবর, জনপ্রিয় গায়ক মিকা সিং-কে শো'তে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি। বা তিনি রাজি কিনা সেটাও প্রকাশ্যে বলেননি।
এর আগে 'মিকা দি বটি '-তে অংশ নিয়েছিলেন মিকা। সেই সময় আকাঙ্ক্ষা পুরির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল শিরোনামে। গত সিজনে বিগ বস ওটিটিতে অংশ নিয়েছিলেন আকাঙ্ক্ষা। প্রতিযোগী জাদ হাদিদকে তাঁর চুম্বন শোতে বেশ বিতর্ক তৈরি করেছিল।
মিকা বিগ বস ওটিটি 3-এর অংশ হলে প্রতিযোগিতা জোরদার হবে। পাশাপাশি দর্শকেরও আগ্রহ বাড়বে। মিকা ছাড়াও, শিবাঙ্গী যোশী, দিলজিৎ কৌর, ম্যাক্সটার্ন এবং বিনোদন জগতের আরও কয়েকজন জনপ্রিয় মুখ থাকবেন। মিকাকে নিয়েও ইন্ডাস্ট্রিতে বিতর্কের শেষ নেই। একবার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন তিনি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। একাধিক ছবিতে গান গেয়েছেন মিকা। একাধিক ডান্স নম্বর তাঁর গলাতেই জনপ্রিয় হয়েছে। এবার বিগ বস ওটিটি-র ঘরে তিনি কী করেন সেটা জানতেই উৎসুক অনুরাগীরা।
এর আগে 'মিকা দি বটি '-তে অংশ নিয়েছিলেন মিকা। সেই সময় আকাঙ্ক্ষা পুরির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল শিরোনামে। গত সিজনে বিগ বস ওটিটিতে অংশ নিয়েছিলেন আকাঙ্ক্ষা। প্রতিযোগী জাদ হাদিদকে তাঁর চুম্বন শোতে বেশ বিতর্ক তৈরি করেছিল।
মিকা বিগ বস ওটিটি 3-এর অংশ হলে প্রতিযোগিতা জোরদার হবে। পাশাপাশি দর্শকেরও আগ্রহ বাড়বে। মিকা ছাড়াও, শিবাঙ্গী যোশী, দিলজিৎ কৌর, ম্যাক্সটার্ন এবং বিনোদন জগতের আরও কয়েকজন জনপ্রিয় মুখ থাকবেন। মিকাকে নিয়েও ইন্ডাস্ট্রিতে বিতর্কের শেষ নেই। একবার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন তিনি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। একাধিক ছবিতে গান গেয়েছেন মিকা। একাধিক ডান্স নম্বর তাঁর গলাতেই জনপ্রিয় হয়েছে। এবার বিগ বস ওটিটি-র ঘরে তিনি কী করেন সেটা জানতেই উৎসুক অনুরাগীরা।
